Women's ODI: বাংলাদেশকে ৯ উইকেটে হারালো নিউজিল্যান্ড, বিশ্বকাপের মঞ্চে নতুন নজির সুজি বেটসের

২৭ ওভারের খেলায় ৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারেই জয় তুলে নেয় কিউই মহিলারা। সোফি ডিভাইন ১৪ রান করে ফিরে যাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি নিউজিল্যান্ডকে।
নিউজিল্যান্ডের সুজি বেটস
নিউজিল্যান্ডের সুজি বেটস ছবি হোয়াইট ফার্নস ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

মহিলাদের ওডিআই বিশ্বকাপের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ২৭ ওভারের খেলায় ৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারেই জয় তুলে নেয় কিউই মহিলারা। সোফি ডিভাইন ১৪ রান করে ফিরে যাওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি নিউজিল্যান্ডকে। সুজি বেটস (৭৯*) এবং অ্যামেলিয়া কের (৪৭*) ম্যাচ জিতিয়েই সাজঘরে ফেরেন। এই ম্যাচে ৭৯* রানে অপরাজিত থেকে বিশ্বকাপের মঞ্চে বড় এক নজির গড়েছেন সুজি বেটস।

মহিলাদের বিশ্বকাপে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০০০ রান করেছেন সুজি। অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ককে পেছনে ফেলে বিশ্বকাপে দ্রুততম হাজার রান সংগ্রহকারী মহিলা ক্রিকেটার হয়ে গিয়েছেন এই কিউই ব্যাটার। অজি মহিলা ক্রিকেটার বেলিন্ডা ২২ টি ইনিংস খেলে ১০০০ রান পূর্ণ করেছিলেন। সুজির এই মাইলস্টোন ছুঁতে প্রয়োজন হয়েছে ২১ টি ইনিংস।

মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক নিউজিল্যান্ডের ডেবি হকলির। তিনি বিশ্বকাপের ৪৫ টি ম্যাচের ৪৩ ইনিংসে মোট রান করেছেন ১৫০১। একমাত্র ক্রিকেটার হিসেবে মহিলাদের বিশ্বকাপে ১৫০০ রান সংগ্রহ করেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জানেত ব্রিটেন। বিশ্বকাপে ৩৬ ম্যাচের ৩৫ ইনিংসে ব্রিটিন রান করেছেন ১২৯৯। ৩০ ম্যাচের ২৮ ইনিংসে ১২৩১ রান সংগ্রহ করে তৃতীয় স্থানে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস।

মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশত রান করা এই ব্যাটার ২৯ ম্যাচের ২৬ ইনিংসে মোট ১১৫১ রান করেছেন। পঞ্চম স্থানে রয়েছেন ভারতের মিতালি রাজ। ৩২ ম্যাচের ৩০ ইনিংসে মিতালির সংগ্রহ ১১৪৮ রান। সোমবার ৭৯* রানের অনবদ্য এক ইনিংস খেলে ষষ্ঠ মহিলা ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হাজার রান পূর্ণ করার এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন সুজি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in