Women's Asia Cup: চীনকে ২-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতীয় দলের

দক্ষিণ কোরিয়ার কাছে সেমিফাইনালে হারলেও শুক্রবার চীনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিলো ভারতীয় মহিলা হকি দল। গতবারের চ্যাম্পিয়ন ভারত এদিন ২-০ গোলে চীনকে হারিয়ে জয় অর্জন করলো।
মহিলা এশিয়া কাপে ভারত বনাম চীনের ম্যাচ
মহিলা এশিয়া কাপে ভারত বনাম চীনের ম্যাচছবি এশিয়ান হকি ফেডারেশনের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

দক্ষিণ কোরিয়ার কাছে হেরে চলতি মহিলা এশিয়া কাপ হকিতে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিলো ভারতের। তবে দক্ষিণ কোরিয়ার কাছে সেমিফাইনালে হারলেও শুক্রবার চীনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নিলো ভারতীয় মহিলা হকি দল। গতবারের চ্যাম্পিয়ন ভারত এদিন ২-০ গোলে চীনকে হারিয়ে জয় অর্জন করলো।

শুরু থেকেই এদিন চীনের বিরুদ্ধে দাপট দেখাতে শুরু করেন ভারতীয় দল। প্রথম কোয়ার্টারে ১৩ মিনিটের মাথায় শর্মিলা দেবী তাঁর দলকে লীড এনে দেন। গুরজিৎ কৌরের প্রাথমিক ফ্লিকে চীনা রক্ষণ না ভাঙা গেলেও রিবাউন্ড থেকে গোল করে এগিয়ে দেন শর্মিলা।

ভারতীয় খেলোয়াড়দের একের পর এক আক্রমণে নাজেহাল হয়ে ওঠে চীনা রক্ষণ। ম্যাচের ১৯ তম মিনিটে পেনাল্টি কর্ণার উপহার পায় ভারত। সেখান থেকে দুরন্ত ড্র্যাগ-ফ্লিকে স্কোরলাইন ২-০ করেন গুরজিৎ। এরপরেই চীন অবশ্য দ্রুত জবাব দেওয়ার পরিকল্পনা করে। একটি পেনাল্টি কর্ণারও উপহার পায় তারা। তবে ভারতের গোলরক্ষক তথা অধিনায়ক সবিতা পুনিয়াকে পরাস্ত করতে পারেননি। দুই গোলে পিছিয়ে পড়ার পর শেষ পর্যন্ত ভারতের রক্ষণকে চাপে ফেলার চেষ্টা চালিয়েছিলো চীন। তবে তাতে কিছু লাভ হয়নি। শেষ পর্যন্ত ২-০ লীড ধরে রেখে জয় অর্জন করেন সবিতা পুনিয়ারা।

টোকিও অলিম্পিকে ঐতিহাসিক চতুর্থ স্থানে শেষ করার পর ভারতের মহিলাদের ওপর অনেক প্রত্যাশা ছিলো দেশবাসীর। তবে করোনা ভাইরাসের কারণে ঠিক মতো অনুশীলন না হওয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেমিফাইনালে ছন্নছাড়া হকি খেলেন। পুল ম্যাচে মালেশিয়াকে ৯-০ গোলে হারিয়ে অভিযান শুরু করে ভারত। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ০-২ গোলে হারলেও সেমিফাইনালের যোগ্যতার জন্য সিঙ্গাপুরকে ৯-১ গোলে পর্যুদস্ত করেছিলো তারা।

কিন্তু সেমিফাইনালে জয়ের কাছে এসেও হতাশ হয়ে ফিরতে হয় ভারতকে। দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ গোলে হারতে হয় তাদের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in