

উইম্বলডনের মিক্সড ডাবলস থেকে বিদায় নিলেন ভারতীয় জুটি সানিয়া মির্জা, রোহন বোপান্না। বুধবার প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডাচ স্লোভেনিয়ান জুটি আন্দ্রেজা ক্লেপাক এবং জিন জুলিয়েন রোজারের কাছে তাঁরা পরাজিত হন ৩-৬, ৬-৩, ৯-১১ তে। সানিয়া বোপান্নার হারে এবারের উইম্বলডনে ভারতের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল।
গতকাল এই ম্যাচ শুরু হলেও মাঝপথে স্থগিত হয়ে যায়। গতকাল প্রথম সেটে ৩-৬ তে পরাজিত হন সানিয়া বোপান্না জুটি। এদিন ফের খেলা শুরু হলে দ্বিতীয় সেট ৬-৩-এ জিতে নেন ভারতীয় জুটি। তৃতীয় সেটে গড়ায় টাইব্রেক পর্যন্ত। যেখানে ৯-১১তে পরাজিত হন সানিয়া বোপান্না।
এদিনের ম্যাচে ভারতীয় জুটি ১৬টি এস সার্ভিস করেন। বিপক্ষের ডাচ স্লোভেনিয়ান জুটি এস মারেন ৫টি। গোটা ম্যাচের প্রতিটি সেটে ১টি করে মোট ৩টি ব্রেক পয়েন্ট হয়, যার মধ্যে দ্বিতীয় সেটের ব্রেক পয়েন্ট জেতেন সানিয়া বোপান্না জুটি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন