

অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে তৈরি হলো ইতিহাস। ইতিহাস রচনা করলেন সার্বিয়ান নম্বর ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৩-১ সেটে হারিয়ে টানা তৃতীয় উইম্বলডনের শিরোপা জিতে নিলেন তিনি।
এটি জকোভিচের সবমিলিয়ে ষষ্ঠ উইম্বলডন জয়। এই শিরোপা জয়ের সাথে সাথে পুরুষদের এককে বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারের এলিট ক্লাবে যোগ দিলেন জকোভিচ। তিন মহাতারকারই এখন ২০ টি করে গ্র্যান্ড স্ল্যাম।
প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন মাত্তেও বেরেত্তিনি। ইতালির এই তারকা শুরুটা ভালোই করেছিলেন। ট্রাইবেকারে জয় নিয়ে প্রথম সেটে এগিয়ে যায় বেরেত্তিনিই। তবে শেষ তিন সেটে লড়াই কঠিন হলেও বাজিমাৎ করেছেন জোকারই। খেলার ফলাফল টুর্নামেন্টের শীর্ষ বাছাই জকোভিচের পক্ষে ৬-৭(৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩। সেন্টার কোর্টে ম্যাচ চলে দীর্ঘ ৩ ঘন্টা ২৪ মিনিট ধরে।
চলতি বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যামই পকেটে পুরলেন জোকার। প্রথমে অস্ট্রেলিয়া ওপেন, তারপর রোলাঁ গারো এবং আজ উইম্বলডন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন জিতলেই 'কেরিয়ার স্ল্যাম' জেতার নজির গড়বেন ৩৪ বর্ষীয় সার্বিয়ান। সেইসঙ্গে ফেডেরার ও নাদালকে টপকে হয়ে যাবেন পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন।
উইমবল্ডনে এটি জোকারের ষষ্ঠ শিরোপা। টানা তিনটি শিরোপা ঝুলিতে ভরলেন তিনি। কেবলমাত্র রজার ফেডেরার, উইলিয়াম রেনশ এবং পিট সাম্প্রাস জকোভিচের থেকে বেশি উইমবল্ডন জিতেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন