Wimbledon: শেষ রক্ষা করতে পারলেন না কির্গিয়স, টানা চতুর্থবার উইম্বলডন খেতাব জিতলেন জকোভিচ

অল ইংল্যান্ড ক্লাবে সপ্তমবারের মতো উইম্বলডন খেতাব জিতে মোট ২১ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়ে গেলেন জকোভিচ। টপকে গেলেন সুইশ গ্রেট রজার ফেডেরারকে।
নোভাক জকোভিচ
নোভাক জকোভিচছবি সৌজন্যে Wimbledon টুইটার হ্যান্ডেল

লড়াই করেও শেষ রক্ষা করতে পারলেন না নিক কির্গিয়স। অজি তারকাকে হারিয়ে টানা চতুর্থবার উইম্বলডন খেতাব জিতলেন সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচ। অল ইংল্যান্ড ক্লাবে সপ্তমবারের মতো উইম্বলডন খেতাব জিতে মোট ২১ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়ে গেলেন জকোভিচ। টপকে গেলেন সুইশ গ্রেট রজার ফেডেরারকে।

রাফায়েল নাদাল ছিটকে যাওয়ায় ওয়াকওভার পেয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন জকোভিচের ভ্রাতৃসম নিক কির্গিয়স। অন্যদিকে ব্রিটেনের ক্যামেরান নোরিকে হারিয়ে অষ্টম বারের মতো উইম্বলডনের ফাইনালে পা রাখেন জোকার। রবিবারের মেগা ফাইনাল যে একতরফা হবে না তার আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিলো। কারণ এই ম্যাচের আগে দু'বারের সাক্ষাতে জকোভিচকে দু'বারই হারিয়েছিলেন নিক।

নোরির বিপক্ষে সেমিফাইনালের মতো ফাইনালেও এদিন প্রথম সেট হারেন জোকার। তবে পরের তিন সেটে বাজিমাৎ করেন সার্বিয়ান তারকা। যদিও প্রতিটি সেট জিততে বেশ কষ্ট করতে হয়েছে সাত বারের উইম্বলডন জয়ীকে। ৩ ঘন্টা ২ মিনিটের লড়াইয়ে জকোভিচের পক্ষে এই ম্যাচের ফলাফল ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬(৭-৩)।

অল ইংল্যান্ড ক্লাবের গ্র্যাস কোর্টে পুরুষদের সিঙ্গলসে সর্বোচ্চ ৮ টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রজার ফেডেরার। নোভাক তাঁর সপ্তম উইম্বলডন জিতে ফেডেরারের রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেলেন। এই জয়ের ফলে অবশ্য ফেডারারকে পেছনে ফেলে ২১ তম গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়ে গেলেন বর্তমানে বিশ্বের তিন নম্বর তারকা। ২২ টি গ্র্যান্ড স্ল্যাম জিতে এই তালিকায় শীর্ষে রয়েছেন রাফায়েল নাদাল।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in