

জুনিয়র উইম্বলডনে বাঙালির জয় জয়কার। ভিক্টর লিলোভকে হারিয়ে জুনিয়র উইমবল্ডনের শিরোপা জিতে নিলো নিউ জার্সির প্রবাসী বাঙালি সমীর ব্যানার্জি। লন্ডনের কোর্ট ওয়ানে ভিক্টরকে দাঁড়াতেই দেয়নি সমীর। স্ট্রেট সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দেন। ম্যাচের ফলাফল সমীরের পক্ষে ৭-৫, ৬-৩। ফাইনালের এই ম্যাচটি চলে ১ ঘন্টা ২২ মিনিট ধরে।
উইম্বলডনের জুনিয়র বিভাগে অবাছাই সমীরের নাম সামনে আসে শেষ চারে পৌঁছানোর পর। আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করে চমক লাগিয়ে দেন গ্র্যাস কোর্টে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মিলি পোলিসাককে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছায় সমীর। এরপর সেমিফাইনালে ফরাসি অবাছাই সাসচা গুয়েমার্ড ওয়েনবার্গকে ৭-৬, ৪-৬, ৬-২ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলো সে।
কোর্ট ওয়ানে দুরন্ত লড়াই করে ইতিহাস রচনা করলো সমীর। উইমবল্ডনের তরফ থেকে ট্যুইট করে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। বলা হয়েছে উইমবল্ডনকি তবে ভবিষ্যত পুরুষ চ্যাম্পিয়নকে পেয়ে গেলো?
গতকাল মহিলাদের সিনিয়র বিভাগে উইমবল্ডন জিতেছেন অস্ট্রেলিয়ান নম্বর ওয়ান অ্যাশলে বার্টি। আজ পুরুষদের বিভাগে ফাইনালে লড়াই করছেন সার্বিয়ান নম্বর ওয়ান নোভাক জোকোভিচ এবং ইতালির মাত্তেও বেরেত্তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
