Wimbledon: ক্রিস্টিয়ান গ্যারিনকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জকোভিচ

অন্য ম্যাচে ইলিয়া ইভাশকার বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় নিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন ইতালিয়ান তারকা মাত্তেও বেরেত্তিনি। টুর্নামেন্টের সপ্তম বাছাই বেরেত্তিনি জিতলেন স্ট্রেট সেটে।
নোভাক জকোভিচ
নোভাক জকোভিচছবি উইম্বলডন ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

উইম্বলডনের গ্র্যাস কোর্টে নোভাক জোকোভিচের জয়ের ধারা অব্যাহত। শেষ ষোলোর লড়াইয়ে চিলির ক্রিস্টিয়ান গ্যারিনকে সহজেই হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন সার্বিয়ান নম্বর ওয়ান। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে টুর্নামেন্টের ১৭ নম্বর বাছাই ক্রিস্টিয়ান গ্যারিনকে ৩-০ সেটে হারালেন জোকার। খেলার ফলাফল জকোভিচের পক্ষে ৬-২, ৬-৪, ৬-২।

১৯ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা পৌঁছালেন কেরিয়ারের ৫০ তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে। এদিন ক্রিস্টিয়ান গ্যারিনের সাথে জোকারের ম্যাচ চলে ১ ঘন্টা ৪৯ মিনিট ধরে। প্রথম সেটে ৬-২ ব্যবধানে জিতে শুরুটা দুরন্ত করেন জোকার। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জয়ের পর তৃতীয় সেটে ৬-২ ব্যবধানে জিতে উইমবল্ডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তিনি।

উইম্বলডনের অন্য ম্যাচে ইলিয়া ইভাশকার বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় নিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন ইতালিয়ান তারকা মাত্তেও বেরেত্তিনি। টুর্নামেন্টের সপ্তম বাছাই বেরেত্তিনি জিতলেন ৬-৪, ৬-৩, ৬-১ সেটে।

স্পেনের রবের্ত বাউতিস্তা আগুতকে ৬-১, ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন কানাডার ডেনিস শাপোভালভ। অন্যদিকে হাঙ্গেরির অবাছাই মার্টন ফুকসোভিক্সের কাছে ৩-৬, ৬-৪, ৬-৪, ০-৬, ৩-৬ সেটে হেরে উইম্বলডন থেকে ছিটকে গেলেন রাশিয়ার আন্দ্রেই রুভলেভ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in