Wimbledon: ২০ তম গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে নোভাক জোকোভিচ

কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে হারলেও প্রশংসা কুড়িয়েছেন শাপোভালভ। দর্শকরা উঠে দাঁড়িয়ে কানাডিয়ান তারকাকে অভিবাদন জানান। কোর্টের মধ্যে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচছবি উইম্বলডনের ট‍্যুইটার হ‍্যান্ডেলের সৌজন্যে
Published on

উইম্বলডনের ফাইনালে টুর্নামেন্টের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। প্রত্যাশা মতোই সেমিফাইনালে দশম বাছাই কানাডার ডেনিস শাপোভালভকে হারিয়ে ফাইনালে জোকার। সার্বিয়ান নম্বর ওয়ানের এটি ৩০ তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। যার মধ্যে ১৯ টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। ষষ্ঠ উইমবল্ডনের শিরোপা এবং ফেডেরার-নাদালের সঙ্গে সমান ভাবে রেকর্ড ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে রয়েছেন জোকার। গতরাতে শাপোভালভকে ৭-৬(৭/৩),৭-৫, ৭-৫ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন সার্বিয়ান তারকা। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে এই ম্যাচটি চলে ২ ঘন্টা ৪৪ মিনিট ধরে।

কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে হারলেও প্রশংসা কুড়িয়েছেন শাপোভালভ। দর্শকরা উঠে দাঁড়িয়ে কানাডিয়ান তারকাকে অভিবাদন জানান। কোর্টের মধ্যে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

উইমবল্ডন জিতলেই পুরুষদের সিঙ্গেলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার তালিকায় রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারের সমকক্ষ হবেন জোকার। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেন এবং রোলাঁ গারোর দুটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন জকোভিচ। উইমবল্ডন জিতলে তাঁর সামনে সুযোগ থাকবে ইউএস ওপেন জিতে 'কেরিয়ার স্ল্যাম' জয়ের তকমাও। এদিন শাপোভালভকে হারিয়ে জকোভিচ বলেন, "আসলে কেরিয়ারের এই পর্যায়ে আমার জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, তা হলো গ্র্যান্ড স্ল্যাম।"

রবিবার ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ছটায় পুরুষ এককের ফাইনাল অনুষ্ঠিত হবে। গতকাল প্রথম সেমিফাইনালে মাত্তেও বেরেত্তিনি পোল্যান্ডের হুবার্ট হারকাজকে ৩-১ সেটে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছেন। জোকোভিচ ২০ তম গ্র্যান্ড স্ল্যামের জন্য লড়াই করবেন তাঁর সাথে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in