Wimbledon 2022: মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে সিমোনা হালেপ

রোমানিয়ান এই তারকা তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় প্রধান শিরোপা জয়ের কাছাকাছি জায়গায় দুর্দান্ত ভাবে ফিরে এসেছেন বলে মনে করছেন টেনিস বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে একটি সেটও হারেননি হালেপ।
সিমোনা হালেপ
সিমোনা হালেপফাইল ছবি, সিমোনা হালেপের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ বুধবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে আমান্ডা অ্যানিসিমোভাকে ৬-২, ৬-৪ এ পরাজিত করে উইম্বলডন ২০২২-এর সেমিফাইনালে পৌঁছে গেলেন।

২০১৯ সালে ট্রফি জেতার পর থেকে অল-ইংল্যান্ড ক্লাবে কোর্টে পা রাখেননি হালেপ। কারণ ২০২০ চ্যাম্পিয়নশিপ বাতিল করা হয়েছিল এবং কাফ মাসলের আঘাতের কারণে তিনি গত বছর নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন।

রোমানিয়ান এই তারকা তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় প্রধান শিরোপা জয়ের কাছাকাছি জায়গায় দুর্দান্ত ভাবে ফিরে এসেছেন বলে মনে করছেন টেনিস বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে একটি সেটও হারেননি হালেপ এবং ১০ সেটে মাত্র ২৮টি গেমে পরাজিত হয়েছেন। পরিসংখ্যান অনুসারে উইম্বলডনে খেলা শেষ ২১টি সেট জিতেছেন হালেপ।

বৃহস্পতিবারের সেমিফাইনালে, তিনি কাজাখস্তানের ১৭ নম্বর বাছাই এলেনা রাইবাকিনারের মুখোমুখি হবেন, যিনি অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচের বিরুদ্ধে তিন সেটে জয়ের জন্য লড়াই করেছিলেন।

কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এই জুটির শেষ সাক্ষাতের স্কোরলাইনে প্রায় একইভাবে শুরু হয়েছিলো। গত সপ্তাহে হালেপ জার্মানির ব্যাড হ্যামবুরগের ঘাসে ৬-২, ৬-১ ফাইনাল স্কোরে জিতেছিলেন। অ্যানিসিমোভা প্রতিটি সেট শুরুর জন্য সার্ভ করার পরে, হালেপ টানা পাঁচটি গেম দুবার জিতে নেন। ওই ম্যাচে আমেরিকান তারকা কোনোভাবেই ছন্দ খুঁজে পাননি।

কিন্তু ৬-২, ৫-১ এগিয়ে থেকেও ম্যাচটি জটিল হয়ে ওঠে। অ্যানিসিমোভা মাত্র চার পয়েন্ট হারিয়ে টানা তিনটি গেম জিতে নেন এবং চতুর্থটি তাড়া করতে গিয়ে, হালেপ দ্বিতীয়বারের মতো ম্যাচের জন্য ০-৪০এ এগিয়ে যান। অবশেষে টানা পাঁচ পয়েন্ট জিতে ৬৩ মিনিটের মাথায় জয় পান হালেপ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in