FIFA World Cup 22: গ্রুপ পর্বের সর্বোচ্চ পাঁচ গোলদাতা কারা?

গ্রুপ পর্বের শেষ গোলটি করেছেন ক্যামেরুনের ভিনসেন্ট আবুবকর। গ্রুপ পর্বে যুগ্মভাবে ইংল্যান্ড এবং স্পেন সর্বোচ্চ ৯ টি করে গোল করেছে। সর্বোচ্চ ১১ টি গোল হজম করেছে কোস্টারিকা।
সর্বোচ্চ ৫ গোলদাতা
সর্বোচ্চ ৫ গোলদাতাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ব্রাজিল-ক্যামেরুনের ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের লড়াই। নক আউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ১৬ টি দল। কাতার বিশ্বকাপের প্রথম গোলটি এসেছে ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার পা থেকে। গ্রুপ পর্বের শেষ গোলটি করেছেন ক্যামেরুনের ভিনসেন্ট আবুবকর। গ্রুপ পর্বে যুগ্মভাবে ইংল্যান্ড এবং স্পেন সর্বোচ্চ ৯ টি করে গোল করেছে। সর্বোচ্চ ১১ টি গোল হজম করেছে কোস্টারিকা।

একনজরে দেখে নেওয়া যাক গ্রুপ পর্বের শেষে সর্বোচ্চ পাঁচ গোলদাতাদের তালিকা -

. কোডি গ্যাকপো (নেদারল্যান্ডস): গ্রুপ পর্বে তিনটি গোল করেছেন গ্যাকপো। সেনেগাল, ইকুয়েডর এবং কাতারের বিপক্ষে তাঁর পা থেকে এসেছে একটি করে গোল। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই গোল পাওয়া এই ডাচ মিডফিল্ডার রয়েছেন গোল্ডেন বুটের দৌড়ে।

. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ফ্রান্স বিশ্বকাপ জিতলে, সেরা খেলোয়াড় হবেন এমবাপ্পে। এই কথাটি প্রায়ই শোনা যাচ্ছে। গ্রুপ পর্বে ফ্রান্সের ত্রাতা এমবাপ্পেই। ২৩ বর্ষীয় পিএসজি ফরোয়ার্ড প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গোল করেন এবং দ্বিতীয় ম্যাচে এমবাপ্পের জোড়া গোলেই ডেনমার্কের বিপক্ষে জেতে ফ্রান্স। গ্রুপ পর্বে মোট তিনটি গোল করেছেন ফরাসি তারকা। গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন তিনি।

. আলভারো মোরাতা (স্পেন): তিন ম্যাচে তিন গোল এবং একটি অ্যাসিস্টের সাথে গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন আলভারো মোরাতা। স্প্যানিশ ফরোয়ার্ড প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। দ্বিতীয় ম্যাচে জার্মানি এবং শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধেও একটি করে গোল করেছেন তিনি।

. মার্কাস র‍্যাশফোর্ড (ইংল্যান্ড): ২৫ বর্ষীয় ইংলিশ মিডফিল্ডারও গ্রুপ পর্বে তিনটি গোল করেছেন। ইরানের বিরুদ্ধে একটি এবং ওয়েলসের বিপক্ষে জোড়া গোল এসেছে তাঁর পা থেকে। গোল্ডেন বুট দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছেন তিনিও।

. এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর): কাতার বিশ্বকাপের প্রথম গোলটি এসেছে ভ্যালেন্সিয়ার পা থেকে। কাতারের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করেন তিনি। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও গোল আসে তাঁর পা থেকে। গ্রুপ পর্বে তিনটি গোল করলেও গোল্ডেন বুট জয়ের দৌড়ে কার্যত থাকছেন না ইকুয়েডর অধিনায়ক।   তার কারণ, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লাতিন আমেরিকার দেশটি।

সর্বোচ্চ ৫ গোলদাতা
FIFA World Cup 22: ২০০২ বিশ্বকাপে ছিলেন অধিনায়ক, এবার কোচ হিসেবে দেশকে নিয়ে গেলেন নকআউটে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in