

মঙ্গলবার এএফসি এশিয়ান কাপে ভারতের মুখোমুখি হবে সিরিয়া। সুনীল ছেত্রীরা ফিফা ক্রমতালিকায় তাদের চেয়ে এগারো ধাপ এগিয়ে থাকা সিরিয়াকে হারাতে পারেন, তাহলে গ্রুপের তৃতীয় দলের জায়গায় বসবে ভারতই এবং তখনই আটটি গ্রুপের তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে সেরা চারের মধ্যে থাকার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হবে। সেই দৌড়ে ভারতীয়রা এগিয়ে থাকতে পারবে কি না, সে তো পরের কথা। কিন্তু তার আগে এই ম্যাচে জেতা ছাড়া আর কোনও রাস্তাই সুনীলদের সামনে নেই।
ভারতের যে রকম পরিস্থিতি, ঠিক একই রকম পরিস্থিতি সিরিয়ারও। তাই মঙ্গলবারের এই ম্যাচে দুই দলেরই লক্ষ্য একটাই, জয়। তাই ম্যাচটাও সে রকমই টানটান উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। ক্রমতালিকায় দুই দেশের অবস্থানের ফারাক খুব বেশি নয়, অস্ট্রেলিয়া বা উজবেকিস্তানের সঙ্গে যতটা ফারাক, ততটা তো একেবারেই নয়। তাই লড়াইটা সমানে সমানে হতে পারে।
ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, আমি বা দল গোল করতে পারছি না, এটা একটা বড় সমস্যা ঠিকই। তবে গোল করতে পারব না, এমন কথা মাথায় রেখে মাঠে নামি না আমরা। উজবেকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা অনেক গোলের সুযোগ পেয়েছিলাম। গত ম্যাচে রাহুলের হেড, মহেশের শট ও আমার ডিফ্লেকশনের কথাই ধরুন। কিন্তু একই রকমের সুযোগ প্রতিপক্ষরা তৈরি করে সফল হয়েছে। বড় বড় টুর্নামেন্টে এই ছোট ছোট ব্যাপারই ফারাক তৈরি করে দেয়। আশা করি, আসন্ন ম্যাচে আর একই ভুল হবে না। এই সমস্যার সমাধান করতে পারব”।
তিনি আরও বলেন, "গত দুটো ম্যাচে আমাদের যে রকম শারীরিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল, এই ম্যাচেও সে রকমই চ্যালেঞ্জ নিতে হবে আমাদের। এই ব্যাপারটা আমাদের আগে থেকেই জানা ছিল। প্রথম দুই ম্যাচেই এর অভিজ্ঞতা হয়েছে আমাদের। আমাদের যে ভুলগুলো হয়েছে, সেগুলো শোধরানোই বেশি গুরুত্বপূর্ণ এখন। কোনও কোনও ভুলের জন্য গোলও খেতে হয়েছে আমাদের। অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের বিরুদ্ধে খেলে শারীরিক ফুটবল নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের, তা এই ম্যাচে কাজে লাগবে"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন