

পরিসংখ্যান বলছে শেষ ৪টি বর্ডার-গাভাসকর ট্রফিতে জয় অধরা রয়েছে অস্ট্রেলিয়ার। অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে চাপে ভারতীয় দলও। টেস্ট শুরুর আগে ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত বলেই দাবি করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
সাংবাদিক সম্মেলনে প্যাট কামিন্স বলেন, বর্ডার গাভাসকর ট্রফি নিয়ে সবসময়ই টানটান উত্তেজনা থাকে। প্রতিটা ম্যাচই খুব চ্যালেঞ্জিং হয়। আপনি যখন ঘরের মাঠে খেলবেন সেই চাপটা আরও বেড়ে যায়। ভারত ভালো দল। আমরা চাই বর্ডার গাভাসকর ট্রফি জিততে। ভারত ভালো হলেও আমরা প্রস্তুত আছি।
উল্লেখ্য, শেষ চারটি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। তবে ২০১৮/১৯ এবং ২০২০/২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল ভারত। এছাড়া ২০১৭-১৮ এবং ২০২২/২৩ মরসুমে ভারত ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর, চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর এবং পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন