Border Gavaskar Trophy: 'চাপে থাকব আমরা' - ভারতের বিরুদ্ধে নামার আগে দাবি অজি অধিনায়কের

People's Reporter: সাংবাদিক সম্মেলনে প্যাট কামিন্স বলেন, বর্ডার গাভাসকর ট্রফি নিয়ে সবসময়ই টানটান উত্তেজনা থাকে। প্রতিটা ম্যাচই খুব চ্যালেঞ্জিং হয়।
প্যাট কামিন্স ও জসপ্রীত বুমরাহ
প্যাট কামিন্স ও জসপ্রীত বুমরাহছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

পরিসংখ্যান বলছে শেষ ৪টি বর্ডার-গাভাসকর ট্রফিতে জয় অধরা রয়েছে অস্ট্রেলিয়ার। অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে চাপে ভারতীয় দলও। টেস্ট শুরুর আগে ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত বলেই দাবি করলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

সাংবাদিক সম্মেলনে প্যাট কামিন্স বলেন, বর্ডার গাভাসকর ট্রফি নিয়ে সবসময়ই টানটান উত্তেজনা থাকে। প্রতিটা ম্যাচই খুব চ্যালেঞ্জিং হয়। আপনি যখন ঘরের মাঠে খেলবেন সেই চাপটা আরও বেড়ে যায়। ভারত ভালো দল। আমরা চাই বর্ডার গাভাসকর ট্রফি জিততে। ভারত ভালো হলেও আমরা প্রস্তুত আছি।

উল্লেখ্য, শেষ চারটি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতকে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। তবে ২০১৮/১৯ এবং ২০২০/২১ মরসুমে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল ভারত। এছাড়া ২০১৭-১৮ এবং ২০২২/২৩ মরসুমে ভারত ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর, চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর এবং পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in