'আজীবন মোহনবাগানে খেলতে চাই, সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা আমার কাছে খুবই দামী' - বিশাল কাইথ

People's Reporter: বিশাল জানান, সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে খুবই দামী। তাই আরও ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবি না।
বিশাল কাইথ
বিশাল কাইথছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

মোহনবাগানের অন্যতম ভরসার নাম বিশাল কাইথ। তাঁর সঙ্গে ২০২৯ সাল অবধি চুক্তি করেছে ম্যানেজমেন্ট। যখনই মোহনবাগান বিপদে পড়েছে পেনাল্টি শুটে, বাঁচিয়েছে বিশালের হাত। এক কথায় গোলকিপার বিশাল বাগানের অন্যতম ভরসা।

নয়া চুক্তি স্বাক্ষর করে বিশাল জানান, 'আমি আজীবন মোহনবাগানেই‌ খেলতে চাই। সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে খুবই দামী। তাই আরও অন্যান্য ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবি না। সেই কারণেই এরকম লম্বা চুক্তি করলাম।'

মহেন্দ্র সিং ধোনি যেমন গোলকিপার থেকে উইকেটকিপার হয়েছিলেন, বিশাল কাইথের ক্ষেত্রে তা উল্টো। অর্থাৎ বিশাল উইকেটকিপার থেকে গোলকিপার হয়েছেন। সেই বিষয়ে তিনি জানান, 'উইকেটকিপার হিসেবে পাড়া ও স্কুলে খেলাটা আমার খুব কাজে লেগেছে। ছোট বলে সফল হতে পারলেও, বড় বলে সাফল্য পাওয়া সহজ হয়'।

তিনি আরও বলেন, 'গোলকিপারের জীবনটা বড়ই অদ্ভুত। একটা মাত্র ভুল বা সাফল্যে ক্যারিয়ার শেষ বা উত্থানের দিকে যেতে পারে। ৯০ মিনিট কোনও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। যে কোনও পরিস্থিতির জন্য সব সময় নিজেকে তৈরি রাখতে হয়। সতর্ক থাকতে হয়। আমি এগুলো মাথায় রাখি। ওই ভাবেই নিজেকে তৈরি করি। পরিশ্রমের বিকল্প নেই। আমি মনে করি স্ট্রাইকারের কাজ যেমন গোল করা, তেমনই গোলকিপারে কাজ গোল বাঁচানো'।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in