মোহনবাগানের অন্যতম ভরসার নাম বিশাল কাইথ। তাঁর সঙ্গে ২০২৯ সাল অবধি চুক্তি করেছে ম্যানেজমেন্ট। যখনই মোহনবাগান বিপদে পড়েছে পেনাল্টি শুটে, বাঁচিয়েছে বিশালের হাত। এক কথায় গোলকিপার বিশাল বাগানের অন্যতম ভরসা।
নয়া চুক্তি স্বাক্ষর করে বিশাল জানান, 'আমি আজীবন মোহনবাগানেই খেলতে চাই। সবুজ মেরুন সমর্থকদের ভালোবাসা এবং আবেগ আমার কাছে খুবই দামী। তাই আরও অন্যান্য ক্লাবের প্রস্তাব থাকা সত্ত্বেও এই ক্লাব ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবি না। সেই কারণেই এরকম লম্বা চুক্তি করলাম।'
মহেন্দ্র সিং ধোনি যেমন গোলকিপার থেকে উইকেটকিপার হয়েছিলেন, বিশাল কাইথের ক্ষেত্রে তা উল্টো। অর্থাৎ বিশাল উইকেটকিপার থেকে গোলকিপার হয়েছেন। সেই বিষয়ে তিনি জানান, 'উইকেটকিপার হিসেবে পাড়া ও স্কুলে খেলাটা আমার খুব কাজে লেগেছে। ছোট বলে সফল হতে পারলেও, বড় বলে সাফল্য পাওয়া সহজ হয়'।
তিনি আরও বলেন, 'গোলকিপারের জীবনটা বড়ই অদ্ভুত। একটা মাত্র ভুল বা সাফল্যে ক্যারিয়ার শেষ বা উত্থানের দিকে যেতে পারে। ৯০ মিনিট কোনও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। যে কোনও পরিস্থিতির জন্য সব সময় নিজেকে তৈরি রাখতে হয়। সতর্ক থাকতে হয়। আমি এগুলো মাথায় রাখি। ওই ভাবেই নিজেকে তৈরি করি। পরিশ্রমের বিকল্প নেই। আমি মনে করি স্ট্রাইকারের কাজ যেমন গোল করা, তেমনই গোলকিপারে কাজ গোল বাঁচানো'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন