VVS Laxman: করোনা আক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে ভারতের অন্তর্বর্তী কোচ ভিভিএস লক্ষ্মণ

লক্ষণ অবশ্য পুরো টুর্নামেন্টে কোচের ভূমিকা পালন করবেন কিনা তা স্পষ্ট নয়। কারণ দ্রাবিড়ের করোনা রিপোর্ট নেগেটিভ এলে এবং BCCI-এর মেডিক্যাল টিমের ছাড়পত্র পেলেই দুবাইয়ে দলের সাথে যোগ দেবেন তিনি।
 রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণ
রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণফাইল ছবি
Published on

মঙ্গলবার এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া ইউএইতে উড়ে যাওয়ার আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন রাহুল দ্রাবিড়। যে কারণে দলের সঙ্গে আরব আমিরশাহিতে যেতে পারেননি তিনি। মঙ্গলবার দ্রাবিড়ের সুস্থ হওয়ার আগে পর্যন্ত অন্য কারো হাতে এশিয়া কাপের জন্য রোহিত-বিরাটদের দায়িত্ব তুলে দেওয়া হবে কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি বিসিসিআই-এর তরফ থেকে। অবশেষে বুধবার বিসিসিআই-এর তরফ থেকে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের অন্তর্বর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নাম ঘোষণা করলো। দ্রাবিড়ের অনুপস্থিতিতে লক্ষণই টিম ইন্ডিয়ার হেড স্যারের দায়িত্ব পালন করবেন।

সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিলো দ্রাবিড়কে। তাঁর পরিবর্তে রাহুল-ধাওয়ানদের সাথে আফ্রিকার দেশটিতে উড়ে গিয়েছিলেন লক্ষণ। তাঁর কোচিংয়ে জিম্বাবোয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে ফিরেছে টিম ইন্ডিয়া।

লক্ষণ অবশ্য পুরো টুর্নামেন্টে রোহিতদের হেড স্যারের ভূমিকা পালন করবেন কিনা তা স্পষ্ট নয়। তার কারণ যতক্ষণ না পর্যন্ত দ্রাবিড় ফিট হচ্ছেন, ততক্ষণ রোহিত-বিরাটদের দেখভালের দায়িত্বে থাকছেন লক্ষণ। দ্রাবিড়ের করোনা রিপোর্ট নেগেটিভ এলে এবং বিসিসিআই-এর মেডিক্যাল টিমের ছাড়পত্র পেলেই দুবাইয়ে দলের সাথে যোগ দেবেন তিনি।

লক্ষণ জিম্বাবোয়ে সফর সেরে ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গিয়েছেন। যদি দ্রাবিড়ের দ্বিতীয় কোভিড পরীক্ষার ফলও পজিটিভ আসে, তা হলে রবিবার পাকিস্তান ম্যাচে ভারপ্রাপ্ত কোচের ভূমিকায় জাতীয় ক্রিকেট একাডেমীর প্রধান লক্ষ্মণকেই দেখা যেতে পারে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in