ক্যান্সার আক্রান্ত ভ্যান গাল, দ্বিতীয়বার নেদারল্যান্ডসের কোচ হতে চলেছেন রোনাল্ড কোম্যান

দু'দিন আগেই ভ্যান গাল নিজেই জানিয়েছেন তিনি প্রোস্টেট ক্যান্সারের সাথে লড়াই করছেন। তাই বিশ্বকাপের পরেই তাঁর পরিবর্তে পুনরায় রোনাল্ড কোম্যানের হাতে তুলে দেওয়া হবে নেদারল্যান্ডস ফুটবল দলের দায়িত্ব।
ভ্যান গাল, রোনাল্ড কোম্যান
ভ্যান গাল, রোনাল্ড কোম্যানফাইল চিত্র - সংগৃহীত

দ্বিতীয়বার নেদারল্যান্ডসের কোচের দায়িত্ব পাচ্ছেন রোনাল্ড কোম্যান। ডাচদের বর্তমান কোচ লুই ভ্যান গাল ক্যান্সার আক্রান্ত। দু'দিন আগেই ভ্যান গাল নিজেই জানিয়েছেন তিনি প্রোস্টেট ক্যান্সারের সাথে লড়াই করছেন। তাই ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের পরেই তাঁর পরিবর্তে পুনরায় রোনাল্ড কোম্যানের হাতে তুলে দেওয়া হবে নেদারল্যান্ডস ফুটবল দলের দায়িত্ব। আজ এক বিবৃতিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।

নেদারল্যান্ডস ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলে সেই বছর ডিক অ্যাডভোকাটের জায়গায় কোম্যানকে দায়িত্ব দেওয়া হয়। ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ডাচদের দায়িত্বে ছিলেন তিনি। এরপর কিকে সোতিয়েন বার্সেলোনার দায়িত্ব হারালে নেদারল্যান্ডসের দায়িত্ব ছেড়ে কাতালান ক্লাবে যোগ দেন কোম্যান। বর্তমানে বার্সার কোচ জাভি হার্নান্দেজ। বার্সাতে চাকরি হারিয়েছেন কোম্যান। তবে ভ্যান গাল অসুস্থ হয়ে পড়ায় ফের নেদারল্যান্ডসের কোচের দায়িত্ব সামলাবেন তিনি।

নেদারল্যান্ডসের দায়িত্ব থাকার সময় কোম্যান তাঁর দলকে নিয়ে গিয়েছিলেন উয়েফা নেশনস লীগের ফাইনালে। যদিও শিরোপা জয়ের লড়াইয়ে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে যায় অরেঞ্জ আর্মিরা। পুনরায় ডাচ জাতীয় দলের দায়িত্ব পেতে চলেছেন শুনে উচ্ছ্বসিত কোম্যান জানান, "বিশ্বকাপের পর আমি আবারও নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ হতে চলেছি। এজন্য আমি গর্বিত। নতুন চ্যালেঞ্জ সামলাতে মুখিয়ে আছি। নতুন সাফল্যের সাক্ষী হতে মুখিয়ে আছি।"

কাতার বিশ্বকাপে দলের হয়ে কাজ করবেন ভ্যান গাল। এই বিশ্বকাপে গ্রুপ 'এ'-তে রয়েছে নেদারল্যান্ডস। এই গ্রুপে অরেঞ্জ আর্মিদের সঙ্গী স্বাগতিক কাতার, ইকুয়েডর এবং সেনেগাল।

ভ্যান গাল, রোনাল্ড কোম্যান
UCL: বেনফিকাকে হারিয়ে সেমিতে এক পা বাড়িয়ে রাখলো লিভারপুল, এতিহাদে অ্যাটলেটিকোকে হারালো সিটি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in