US Open: ১ম রাউন্ডেই ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমা রাডুকানু, জয় দিয়ে অভিযান শুরু নাদালের

পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলে জয় পেলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ কিংবদন্তী প্রথম রাউন্ডে রিঙ্কি হিজিকাতার কাছে পরাজিত হয়েছিলেন।
এমা রাডুকানু ও রাফায়েল নাদাল
এমা রাডুকানু ও রাফায়েল নাদালগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

২০২১ ইউএস ওপেন জিতে টেনিস বিশ্বে বেশ সাড়া জাগিয়েছিলেন ব্রিটিশ টেনিস তারকা এমা রাডুকানু। তবে চলতি ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ১১ নম্বর বাছাই অ্যালাইজ কর্নেটের কাছে স্ট্রেট সেটে হেরে গিয়েছেন এমা। ফরাসী টেনিস তারকা কর্নেটের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৩।

গত বারের শিরোপা জয়ীর প্রথম রাউন্ডেই হেরে যাওয়াটা বেশ অবাক করার মতো। ২০১৭ সালে অ্যাঞ্জেলিক কারবার ইউএস ওপেন জয়ের পর ২০১৮ সালে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিলেন। রাডুকানুর ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটলো।

গত মরশুমে বছরের চতুর্থ মেজর জয়ের পর অবশ্য ছন্দপতন ঘটে রাডুকানুর। একসময় শীর্ষ দশে থাকা ব্রিটিশ তারকা এখন র‍্যাঙ্কিং-এ ৭০-এর বাইরে। অন্য গ্র্যান্ডস্ল্যাম গুলো খেলতে হলে তাঁকে অতিক্রম করতে হবে বাছাইপর্ব। বুধবার অ্যালাইজ কর্নেটের কাছে হারের পর সাংবাদিক সম্মেলনে নতুন করে আবার শুরু করবেন বলে জানালেন এমা।

অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে দুর্দান্ত খেলে জয় পেলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ কিংবদন্তী প্রথম রাউন্ডে রিঙ্কি হিজিকাতার কাছে পরাজিত হয়েছিলেন। তবে এরপরের তিন সেটে দাপট দেখিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পাকা করেছেন।ওয়াইল্ডকার্ডে প্রবেশকারী রিঙ্কি হিজিকাতার বিরুদ্ধে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৩ জয় ছিনিয়ে নেন নাদাল।

পুরুষদের সিঙ্গলসের অন্য ম্যাচে সেবাস্তিয়ান বেজকে হারালেন কার্লোস আলকারাজ। হাড্ডাহাড্ডি লড়াই চললেও পায়ের চোটের কারণে আলকারাজকে ওয়াকওভার দিয়ে দেন বেজ। এর আগে প্রথম দুই সেটে অবশ্য ৭-৫, ৭-৫ ব্যবধানে জয় লাভ করেছিলেন আলকারাজ।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in