

২০২৫ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের ভ্যেনু ঘোষণা করলো উয়েফা কর্তৃপক্ষ। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে আগামী চার বছরের জন্য এই ঘোষণা করা হয়েছে। কোভিডের কারণে আগের সূচি বাতিল করে নতুন ভাবে এই সূচি তৈরি করা হয়েছে।
উয়েফার ঘোষণা অনুসারে –
২০২২ সালের ফাইনাল হবে রাশিয়ার সেন্ট পিটসবারগের ক্রেটোভস্কি স্টেডিয়ামে।
২০২৩ সালের ফাইনাল হবে তুরস্ক, ইস্তাম্বুলের আতারতুক অলিম্পিক স্টেডিয়ামে। ২০২১ সালের ফাইনাল এখানেই হবার কথা ছিলো। যদিও কোভিড পরিস্থিতির কারণে তা বাতিল হয়ে যায়। পূর্বসূচি অনুযায়ী ২০২৩-এর ফাইনাল হবার কথা ছিলো জার্মানি, মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনাতে।
২০২৪ সালের ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।
২০২৫ সালের ফাইনাল হবে জার্মানি, মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনাতে।
উয়েফার প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ইউরোপীয়ান ক্লাব মরশুম ২০২১/২২ এবং ২০২২/২৩ শুরু হবে আগস্ট মাসের শেষে ইস্তাম্বুলে।
এছাড়াও ২০২৪ ইউরোপা লীগের ফাইনাল হবে ডাবলাইন। ২০২৪-এর উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল এবং ২০২৫-এর ইউরোপা লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের বিলবাওতে।
২০২২-এর ইউরোপা লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের সেভিলাতে এবং ২০২৩-এর ইউরোপা লীগের ফাইনাল অনুষ্ঠিত হবে হাঙ্গেরীর বুদাপেস্তে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন