
শুরুতে এগিয়ে গিয়েও পর্তুগালের বিপক্ষে পয়েন্ট খোয়ালো স্পেন। উয়েফা নেশনস লীগের ম্যাচে ইউরোপীয়ন ফুটবলের এই দুই শক্তিধর দেশ ম্যাচ শেষ করেছে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। স্পেনের হয়ে গোল করেছেন আলভারো মোরাতা এবং পর্তুগালের হয়ে রিকার্ডো হোর্তা।
সেভিয়ার মাঠ অর্থাৎ স্পেনের নিজেদের মাটিতে খেলা শুরুর ২৫ মিনিটেই এগিয়ে যায় লুইস এনরিকের 'স্প্যানিশ আর্মাডা'। পাবলো সারাবিয়ার ক্রস থেকে লা রোহাদের এগিয়ে দেন আলভারো মোরাতা। এগিয়ে যাওয়ার পর স্পেন রক্ষণ শক্তিশালী রেখে পর্তুগালের ওপর আক্রমণ বাড়াতে থাকে। প্রথমার্ধের শেষে ১-০ লীডই ধরে রাখেন সের্জিও বুসকেটসরা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে নিজেদের ধীরে ধীরে গুছিয়ে নিতে থাকে পর্তুগাল। স্পেনের সমস্ত আক্রমণকেই প্রতিহত করতে থাকে তারা। ৬২ মিনিটের মাথায় ফার্নান্দো স্যান্টোস, অটোভিয়ার বদলি হিসেবে নামান দলের মূল অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সি আর সেভেন নেমে অবশ্য বিশেষ কিছুই করে দেখাতে পারেননি। পর্তুগাল যখন হারের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দলের ত্রাতা হয়ে উঠলেন হোর্তা। ৮২ মিনিটের মাথায় জোয়াও ক্যান্সেলোর বাড়ানো পাস ধরে উনাই সিমোনকে বোকা বানিয়ে দেন স্পোর্টিং বার্গার ২৭ বর্ষীয় পর্তুগীজ ফরোয়ার্ড রিকার্ডো হোর্তা। রেফারির শেষ বাঁশি বাজানোর সময় ম্যাচের স্কোরলাইন থাকে ১-১।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেও মুখোমুখি হয়েছিলো পর্তুগাল ও স্পেন। সেই ম্যাচেও স্পেনকে আটকে দিয়েছিলো পর্তুগাল। ম্যাচ শেষ হয়েছিলো ৩-৩ ফলাফলে। পর্তুগালের হয়ে দুরন্ত হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতরাতে উয়েফা নেশনস লীগের ম্যাচেও স্পেনকে আরও একবার আটকে দিলো ফার্নান্দো স্যান্টোসরা।
উয়েফা নেশনস লীগের হাইভোল্টেজ ম্যাচে আজ মাঠে নামছে বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। অন্য এক গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে ডেনমার্কের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন