UEFA Europa League: চার বছর পর ফাইনালে Manchester United

ইউরোপা লীগে নয় বার দায়িত্বে থেকে পাঁচ বার নিজের দলকে ফাইনালে নিয়ে গেছেন তিনি। ইউরোপা লীগের ইতিহাসে সবচেয়ে বেশি বার ফাইনাল খেলা ম্যানেজার এখন এমেরিই।
UEFA Europa League: চার বছর পর ফাইনালে Manchester United
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

চার বছর পর উয়েফা ইউরোপা লীগের ফাইনালে আবার ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালিয়ান ক্লাব রোমার বিরুদ্ধে সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৮-৫ এগ্রিগেটে ফাইনালের টিকিট পেলো ওলে গানার সোলশারের দল। অন্যদিকে আর্সেনালকে হারিয়ে ভিলারিয়ালকে ফাইনালে তুললো উনাই এমেরি। ইউরোপা লীগে নয় বার দায়িত্বে থেকে পাঁচ বার নিজের দলকে ফাইনালে নিয়ে গেছেন তিনি। ইউরোপা লীগের ইতিহাসে সবচেয়ে বেশি বার ফাইনাল খেলা ম্যানেজার এখন এমেরিই।

প্রথম লেগে রোমার বিরুদ্ধে ২-৬ ব্যবধানে এগিয়ে যায় ম্যান ইউ। ওল্ড ট্র্যাফোর্ডের ওই ম্যাচের পর কার্যত ফাইনালে পা দিয়েই রেখেছিলো রেড ডেভিলরা। গতরাতে রোমার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে হারলেও ফাইনালের পথে বাধা আসেনি তাদের। রোমে প্রথমার্ধের ৩৯ মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ৫৭ মিনিটে এডিন ডিজকো গোল করে রোমার হয়ে ব্যবধান কমায়। ৬০ মিনিটে ব্রায়ান ক্রিস্টিয়ানের গোলে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে পরক্ষণেই ৬৮ মিনিটে এডিনসন কাভানি ম্যান ইউকে সমতা এনে দেন। এরপর অ্যালেক্স টেলেসের আত্মঘাতী গোলে রোমা জয় পেলেও এগ্রিগেটে অনেকটাই পিছিয়ে থাকে রোমা।

অন্যদিকে প্রথম লেগে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয়ের পর এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্র করে ইউরোপা লীগের ফাইনালে উঠে গেলো ভিলারিয়াল। মিকেল আর্তেটারা অনেক লড়াই করেও ফাইনালের টিকিট হাতছাড়া করলেন।

উয়েফা ইউরোপা লীগের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ শে মে। ওলে গানার সোলশার বনাম উনাই এমেরির দ্বৈরথ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in