UEFA Europa League: আর্সেনাল, ম্যান ইউ পারলেও ব্যর্থ মরিনহোর টটেনহ্যাম - কোয়ার্টারে কোন ৮ দল?

UEFA Europa League: আর্সেনাল, ম্যান ইউ পারলেও ব্যর্থ মরিনহোর টটেনহ্যাম - কোয়ার্টারে কোন ৮ দল?
আর্সেনাল ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

গত রাতে অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলোর দ্বিতীয় লীগের ম্যাচ। দুই লীগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে যে আট দল তারা হলো আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, স্লাভিয়া প্রাহা, ভিলারিয়াল, রোমা, অ্যাজাক্স, গ্রানাদা এবং ডায়নামো জাগ্রেব।

গতরাতে সবচেয়ে বড় অঘটন টটেনহ্যাম হটস্পার বনাম ডায়নামো জাগ্রেবের ম্যাচে। প্রথম লীগের ম্যাচে জাগ্রেবের বিরুদ্ধে ২-০ ব্যবধানে লীড রাখে টটেনহ্যাম। কিন্তু গতরাতে মিসলাভ আর্চেসের দুরন্ত হ্যাটট্রিকে কোয়ার্টারের স্বপ্ন ভঙ্গ হয় মরিনহোদের।

অলিম্পিয়াকোসের বিরুদ্ধে দ্বিতীয় লীগে ১-০ গোলে হারলেও প্রথম লীগের ৩-১ ব্যবধানে জয় শেষ আটে পৌঁছে দিয়েছে মিকেল আর্তেটার আর্সেনালকে। অন্যদিকে পল পোগবার একমাত্র গোলে ইতালি থেকে জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেইসঙ্গে ২-১ এগ্রিগেটে ইব্রাহিমোভিচদের পেছনে ফেলে কোয়ার্টারে ওলে গানার সোলশারের দল।

এছাড়াও রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়ে ৩-১ এগ্রিগেটে পরের রাউন্ডে উঠেছে স্লাভিয়া প্রাহা। দুই লীগেই ২-০ ব্যবধানে ডায়নামো কিয়েভকে হারিয়ে ৪-০ এগ্রিগেটে শেষ আটে পৌঁছেছে স্প্যানিশ ক্লাব ভিলারিয়াল।

প্রথম লীগে শাখতার দোনেৎস্ককে ৩-০ ব্যবধানে হারিয়ে বড় জয় পেয়েছিলো রোমা। দ্বিতীয় লীগে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টারে প্রবেশ করেছে ইতালিয়ান ক্লাবটি। অন্য ম্যাচে ইয়ং বয়েসকে ২-০ গোলে হারিয়ে ৫-০ এগ্রিগেটে শেষ আটে পৌঁছেছে অ্যাজাক্স। মল্ডে এফকের বিরুদ্ধে ৩-২ এগ্রিগেটে পরের রাউন্ডে উঠেছে গ্রানাদা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in