UEFA Europa League: টটেনহ্যাম, আর্সেনালের জয়ের রাতে মিলানের বিরুদ্ধে ড্র করলো ম্যান ইউ
ম্যান ইউ-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

UEFA Europa League: টটেনহ্যাম, আর্সেনালের জয়ের রাতে মিলানের বিরুদ্ধে ড্র করলো ম্যান ইউ

উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলর অন্য দুই বড় ম্যাচে আর্সেনাল হারিয়েছে অলিম্পিয়াকোসকে এবং টটেনহ্যাম হটস্পার হারিয়েছে ডায়নামো জাগ্রেবকে।
Published on

উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলর বড় ম্যাচে মুখোমুখি হয়েছিলো এসি মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লীগের এই ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন আমাদ দিয়ালো। সোলশারের দল এই লীড ধরে রাখে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত। তবে শেষে যোগ করা ইনজুরি সময়ে সিমন কেজেয়ার গোলে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল নিয়ে ইতালি ফেরে মিলান।

উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলর অন্য দুই বড় ম্যাচে আর্সেনাল হারিয়েছে অলিম্পিয়াকোসকে এবং টটেনহ্যাম হটস্পার হারিয়েছে ডায়নামো জাগ্রেবকে।

গ্রিসে অনুষ্ঠিত আর্সেনাল ও অলিম্পিয়াকোসের ম্যাচে ৩-১ ব্যবধানে জেতে মিকেল আর্তেটারা। গানারদের হয়ে তিনটি গোল করেন যথাক্রমে মার্টিন ওডেগার্ড, গ্যাব্রিয়েল ম্যাগেলহাস এবং মহম্মদ এলনানে। অলিম্পিয়াকোসের হয়ে একটি মাত্র গোল করেন ইউসুফ এল আরবি।

অন্যদিকে টটেনহ্যাম তাদের ঘরের মাঠে প্রতিপক্ষ ডায়নামো জাগ্রেবকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ আটের দিকে এক পা দিয়েই রেখেছে। টটেনহ্যামের হয়ে এদিন প্রথমার্ধের ২৫ মিনিটে এবং দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে জোড়া গোল করেন অধিনায়ক হ্যারি কেন।

অন্য পাঁচ ম্যাচে, ইয়ং বয়েসকে ৩-০ ব্যবধানে হারিয়ে বড় জয় পেয়েছে অ্যাজাক্স। ভিলারিয়াল ২-০ ব্যবধানে জয় পেয়েছে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে। স্লাভিয়া প্রাহা এবং রেঞ্জার্সের ম্যাচ শেষ হয়েছে ১-১ ড্রয়ের মাধ্যমে। এছাড়াও গ্রানাদা ২-০ ব্যবধানে হারিয়েছে মল্ডে এফকেকে। শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে বড় জয় অর্জন করেছে ইতালিয়ান ক্লাব রোমা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in