UEFA EURO 2024: মধ্যরাতে ইউরোর হাইভোল্টেজ ম্যাচ! মুখোমুখি স্পেন-ইতালি

People's Reporter: মোট ৪০ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে স্পেন জিতেছে ১৩ বার আর ইতালি জিতেছে ১১ বার।
স্পেন বনাম ইতালি
স্পেন বনাম ইতালিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বৃহস্পতিবার মধ্যরাতে হাইভোল্টেজ ম্যাচ রয়েছে ইউরোতে। মুখোমুখি হবে দুই ইউরোপীয়ন জায়ান্ট স্পেন ও ইতালি। তবে পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে রয়েছে স্পেন।

চলতি ইউরো কাপে গ্রুপ বি-তে রয়েছে স্পেন এবং ইতালি। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ইউরো অভিযান শুরু করেছে স্পেন। অন্যদিকে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে কষ্টার্জিত জয় পায় ইতালি। আজ মধ্যরাতের ম্যাচে দুই দলের মধ্যে যে জিতবে সে ইউরোর শেষ ১৬-তে পৌঁছে যাবে। স্পেন এবং ইটালির বর্তমান পয়েন্ট ৩। গোল পার্থক্যের বিচারে এগিয়ে রয়েছে স্পেন (+৩)।

মোট ৪০ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। যার মধ্যে স্পেন জিতেছে ১৩ বার আর ইতালি জিতেছে ১১ বার। বাকি ১৬টি ম্যাচ ড্র হয়েছে। শেষ ৫টি সাক্ষাতে ৩টি জয় পেয়েছে স্পেন এবং ২টি ম্যাচ ড্র হয়েছে।

অক্টোবর, ২০১৬: স্পেন ১-১ ইতালি (বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব)।

সেপ্টেম্বর, ২০১৭: স্পেন ৩-০ ইতালি (বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব)।

জুলাই, ২০২১: স্পেন ১-১ ইতালি (উয়েফা ইউরো ২০২০)।

অক্টোবর, ২০২১: স্পেন ২-১ ইতালি (উয়েফা নেশনস লিগ)।

জুন, ২০২৩: স্পেন ২-১ ইতালি (উয়েফা নেশনস লিগ)।

স্পেন বনাম ইতালি
UEFA EURO 2024: প্রথম দেশ হিসেবে ইউরোর শেষ ১৬-তে জার্মানি!
স্পেন বনাম ইতালি
FC Barcelona: ১৪ বছরের পথ চলা শেষ, ভারতে সবক'টি অ্যাকাডেমি বন্ধ করতে চলেছে বার্সেলোনা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in