UEFA Champions League : মেন্ডির গোলে আটলান্টাকে অ্যাওয়ে ম্যাচে হারাল রিয়েল মাদ্রিদ
রিয়েল মাদ্রিদের ট্যুইটার থেকে সংগৃহীত

UEFA Champions League : মেন্ডির গোলে আটলান্টাকে অ্যাওয়ে ম্যাচে হারাল রিয়েল মাদ্রিদ

চলতি চ্যাম্পিয়নস লীগের নক আউট পর্বের ম্যাচে উঠেছিলো স্পেনের চার শীর্ষ দলই। তবে এর মধ্যে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেভিয়া প্রথম লীগে হারের মুখ দেখেছে। একমাত্র জিনেদিন জিদানই দেখলো জয়ের মুখ।
Published on

ইতালিয়ান ক্লাব আটলান্টাকে হারিয়ে জয় নিয়ে ফিরলো স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লীগের ম্যাচে আটলান্টার মুখোমুখি হয় জিনেদিন জিদানরা। ইতালি থেকে ১-০ ব্যবধানে স্বস্তির জয় নিয়ে ফিরেছে তারা। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে একটি মাত্র জয়সূচক গোল করেন ফারলেন্ড মেন্ডি।

এই ম্যাচের আগে ফেভারিট ধরা হচ্ছিলো আটলান্টাকেই। কারণ ইতালিয়ান ক্লাবটির দুরন্ত আক্রমণ প্রতিপক্ষের কাছে ত্রাসস্বরূপ। ইতালিয়ান সিরি আ'তে দলটি ২৩ ম্যাচে ৫৩ গোল করেছে। অন্যদিকে রিয়েলের স্কোয়াডে অর্ধেক প্লেয়াররাই ইনজুরিতে মাঠের বাইরে। এমন অবস্থায় রিয়েলের সামনে ছিলো কঠিন চ্যালেঞ্জ। তবে মাঝ মাঠে রিয়েল দুরন্ত ফুটবল খেলে আটলান্টাকে হারালো নিজেদের স্টাইলেই।

চলতি চ্যাম্পিয়নস লীগের নক আউট পর্বের ম্যাচে উঠেছিলো স্পেনের চার শীর্ষ দলই। তবে এর মধ্যে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেভিয়া প্রথম লীগে হারের মুখ দেখেছে। একমাত্র জিনেদিন জিদানই দেখলো জয়ের মুখ।

বুধবার দিবাগত রাতে আটলান্টাকে কার্যত পাত্তাই দেয়নি লস ব্ল্যাঙ্কোসরা। মোট ৬৯ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা। ম্যাচের ১৭ মিনিটে আটলান্টার রেমো ফ্রিউলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের রিয়েল চেপে ধরে আটলান্টাকে। তবে গোল করতে পারছিলো না ক্রুজ, ক্যাসিমিরো, লুকা মড্রিচরা। অবশেষে ৮৬ মিনিটে গোল আসে মাদ্রিদ শিবিরে। লুকা মড্রিচের পাস থেকে গোল করে জয় এনে দেন ফরাসি ডিফেন্ডার ফারলেন্ড মেন্ডি।

নক আউট পর্বের দ্বিতীয় লীগের ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে মার্চের ১৭ তারিখ। হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়েলের ঘরের মাঠ স্তাদিও আলফ্রেডো ডি স্টেফানোতে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in