UEFA Champions League: হয়ে গেলো চ্যাম্পিয়নস লীগের ড্র, দেখে নিন কোন গ্রুপে রয়েছে কোন দল
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়ে গেলো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ড্র। ৬ সেপ্টেম্বর থেকে পর্দা উঠছে উয়েফা চ্যাম্পিয়নস লীগ ২০২২-২৩ মরশুমের। ২০২৩ সালের ১০ জুন, তুরস্কের ইস্তাম্বুলের কামাল আতার্তুক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
২০২০ সালে বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়েছিলো রবার্ট লেভনডস্কিদের বায়ার্ন মিউনিখ। সেই লেভনডস্কি এবার বার্সার জার্সিতে মুখোমুখি হচ্ছেন বায়ার্ন মিউনিখের। গ্রুপ 'সি'-তে রয়েছে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা। এই গ্রুপটিকেই আবার ধরা ডেথ গ্রুপ হিসেবে। তার কারণ বায়ার্ন, বার্সার সাথে একই গ্রুপে জায়গা হয়েছে ইন্টার মিলানের।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ অবশ্য রয়েছে সহজ গ্রুপে। গ্রুপ 'এফ'-এ রিয়ালের প্রতিপক্ষরা হলো লাইপজিগ, শাখতার দোনেৎস্ক ও সেল্টিক। গতবারের চ্যাম্পিয়নস লীগ রানার আপ লিভারপুল এবং ইউরোপা লীগ রানার আপ রেঞ্জার্স রয়েছে একই গ্রুপে। গ্রুপ 'এ'-তে লিভারপুল এবং রেঞ্জার্সের সঙ্গে রয়েছে অ্যাজাক্স আমস্টারডাম এবং নাপোলি।
একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দল রয়েছে-
গ্রুপ এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স
গ্রুপ বি: পোর্তো, অ্যাট. মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, ক্লাব ব্রুজ
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, প্লজেন
গ্রুপ ডি: ফ্রাঙ্কফুর্ট, স্পার্স, স্পোর্টিং, মার্সেই
গ্রুপ ই: এসি মিলান, চেলসি, সালজবার্গ, ডিনামো জাগরেব
গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার দোনেস্ক, সেল্টিক
গ্রুপ জি: ম্যান সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন
গ্রুপ এইচ: পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, হাইফা
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন