
সম্পন্ন হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ড্র। এবার চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বেই দেখা হচ্ছে বায়ার্ন মিউনিখ এবং বার্সালোনার। এছাড়া ম্যান সিটি এবং পিএসজি রয়েছে একই গ্রুপে। রিয়েল মাদ্রিদের গ্রুপে রয়েছে ইন্টার মিলান। লিভারপুল গ্রুপ পর্বেই দেখা পাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসের গ্রুপে রয়েছে টমাস টুখেলের চেলসি।
এক নজরে উয়েফা চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ড্র:
গ্রুপ এ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুশ
গ্রুপ বি: অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান
গ্রুপ সি: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস
গ্রুপ ডি: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, শেরিফ
গ্রুপ ই : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ
গ্রুপ এফ : ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা, ইয়াং বয়েজ
গ্রুপ জি: লিল, সেভিয়া, সালজবুর্গ, ভলফসবুর্গ
গ্রুপ এইচ : চেলসি, জুভেন্টাস, জেনিত সেইন্ট পিটার্সবুর্গ, মালমো
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন