UEFA Champions League: ফের হোঁচট খেলো বার্সেলোনা, শেষ ষোলোর রাস্তা বেশ জটিল লেভনডস্কিদের

নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যূ'তে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো কাতালান ক্লাবটিকে। এই পয়েন্ট খোয়ানোর ফলে শেষ ষোলোতে যাওয়ার রাস্তা এখন বেশ জটিল হয়ে উঠেছে লেভনডস্কিদের।
মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বার্সেলোনাকে
মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বার্সেলোনাকেছবি সৌজন্যে বার্সেলোনা টুইটার হ্যান্ডেল

উয়েফা চ্যাম্পিয়নস লীগে ফের হোঁচট খেলো বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যূ'তে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো কাতালান ক্লাবটিকে। এই পয়েন্ট খোয়ানোর ফলে শেষ ষোলোতে যাওয়ার রাস্তা এখন বেশ জটিল হয়ে উঠেছে লেভনডস্কিদের। একই দিনে ফিরমিনোর জোড়া গোল ও সালাহর হ্যাটট্রিকে রেঞ্জার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে লিভারপুল। তবে অলরেডসদের নক আউটের রাস্তাও বেশ কঠিন।

ক্যাম্প ন্যূ'তে গত রাতে প্রথমার্ধে ওসমানে দেম্বেলের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সেই লীড ধরে রাখতে পারেনি বার্সা। ঘুরে ইন্টার একপ্রকার বার্সাকে কোণঠাসা করতে শুরু করে। ৫০ মিনিটে নিকোলো বারেল্লার গোলে সমতা ফিরে পাওয়ার পর ৬৩ মিনিটে লউটারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ৮২ মিনিটে গোল করে বার্সাকে সমতা এনে দেন রবার্ট লেভনডস্কি। এই গোলের অল্প সময় বাদেই রবিন গোসনেসের গোলে ফের এগিয়ে যায় ইন্টার। শেষ মুহূর্তে লেভার গোলে কোনোরকম হার বাঁচান জাভি হার্নান্দেজরা।

চার ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৪, ইন্টার মিলানের ৭। ইন্টার যদি পরের দুই ম্যাচে বায়ার্ন বা প্লজেনের কাউকে হারাতে পারে, তাহলে বিদায় হয়ে যাবে বার্সা। তার আগে অবশ্য বার্সাকে বায়ার্ন ও প্লজেনকে হারাতে হবে। আবার বার্সা ইন্টারের পয়েন্ট সমান হলেও হেড টু হেডে এগিয়ে থাকায় ইন্টার যাবে পরের পর্বে। সহজ কথায়, বার্সার ভাগ্য এখন পুরোপুরি ইন্টারের হাতে।

অন্যদিকে চলতি মরশুমে ধুঁকতে থাকা লিভারপুল রেঞ্জার্সকে ৭-১ গোলে হারিয়ে জয় তুলে নিল। গ্লাসগোতে এই ম্যাচে অলরেডসদের হয়ে জোড়া গোল করেছেন রবার্টো ফিরমিনো। আর বদলি হিসেবে নেমে চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকটি করে রেঞ্জার্সকে গোল বন্যায় ভাসালেন মহম্মদ সালাহ।

ইতিমধ্যেই পাঁচটি ক্লাব নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলো। কোপেনহেগেনের সাথে ড্র করে প্রথম দিন নকআউটে উঠে গেছে পেপ গার্দিওলার ম্যান সিটি। আন্তোনিও রুদিগারের শেষ মুহূর্তের গোলে ড্র করে শেষ ১৬ নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদেরও। কাল আয়াক্সকে হারিয়ে ইতালির একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত নকআউটে উঠেছে দুর্দান্ত ফর্মে থাকা নাপোলি। এবারের চমক বেলজিয়ামের ক্লাব ব্রুশ কাল অ্যাটলেটিকোর মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে এসেছে, সেই সঙ্গে উঠে গেছে শেষ ১৬তে। আর ভিক্টোরিয়া প্লজেনকে ৪-২ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বার্সেলোনাকে
RTI: তথ্য চেয়েও মিলছে না উত্তর! সারাদেশে তথ্য কমিশনে জমেছে ৩ লক্ষের অধিক আবেদন-অভিযোগ
মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বার্সেলোনাকে
Women's Asia Cup 2022: থাইল্যান্ডকে অনায়াসেই হারিয়ে ফাইনালে হরমনপ্রীতরা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in