

প্রথম লেগে জয়ের দৌলতেই উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে পৌঁছে গেলো দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিলো স্কাই ব্লুজরা। এদিন দিয়েগো সিমিওনের স্প্যানিশ দলের বিপক্ষে কষ্টার্জিত ভাবে গোলশূন্য ড্র করেই সেমিতে পৌঁছে গিয়েছে সিটি। উয়েফা চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে প্রথম ম্যানেজার হিসেবে নয়টি ভিন্ন মরশুমে সেমিফাইনালে গেলেন পেপ গার্দিওলা।
অন্যদিকে বেনফিকার বিপক্ষে প্রথম লেগে ৩-১ গোলে এগিয়ে থাকা লিভারপুল দ্বিতীয় ম্যাচে ৩-৩ গোলে ড্র করে ৬-৪ অ্যাগ্রিগেটে পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। সেমিতে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মুখোমুখি হবে অলরেডসরা। আর ম্যান সিটি খেলবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
অ্যানফিল্ডে দ্বিতীয় লেগের ম্যাচে চলে রুদ্ধশ্বাস লড়াই। প্রথম লেগে ২ গোলের ব্যবধানে পিছিয়ে থাকার জন্য বেনফিকাকে খালি হাতেই ফিরতে হয়েছে। তবে গতরাতে ক্লপদের কার্যত ভয় ধরিয়ে দিয়েছিলো পর্তুগীজ দল। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। ২১ মিনিটে ইব্রাহিম কোনাতের গোলে এগিয়ে যাওয়া লিভারপুলের বিপক্ষে ৩২ মিনিটে গনজালো র্যামোস সমতা এনে দেয় বেনফিকাকে।
দ্বিতীয়ার্ধের ৫৫ এবং ৬৫ মিনিটে এরপর জোড়া গোল করে লিভারপুলকে ৩-১ গোলে এগিয়ে দেন রবার্টো ফিরমিনো। কিন্তু ৭৩ মিনিটে রোমান ইয়ারেমচুক এবং ৮১ মিনিটে ডারউইন নুনেজ ঝড়ের গতিতে গোল করে সমতা এনে দেন বেনফিকাকে। তবে এরপর আর গোল আসেনি। ৬-৪ অ্যাগ্রিগেটে জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছায় য়ুর্গেন ক্লপরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন