UCL: অনুষ্ঠিত হলো কোয়ার্টার ফাইনালের ড্র, সিটির সামনে বায়ার্ন, রিয়ালের প্রতিপক্ষ চেলসি

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে এপ্রিলের ১১ ও ১২ তারিখ। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে চেলসি। সিটির ঘরের মাঠে প্রথম লেগে খেলবে বায়ার্ন মিউনিখ।
অনুষ্ঠিত হলো কোয়ার্টার ফাইনালের ড্র
অনুষ্ঠিত হলো কোয়ার্টার ফাইনালের ড্রছবি উয়েফা চ্যাম্পিয়নস লীগের ট্যুইটার

অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের ড্র। কোয়ার্টার ফাইনালে টাইটেল হোল্ডার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে গ্রাহাম পটারের চেলসির। গত মরশুমেও এই দুই দলের কোয়ার্টার ফাইনালে সাক্ষাৎ হয়েছিল।

পেপ গার্দিওলা মুখোমুখি হবেন তাঁর প্রাক্তন ক্লাবের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে সিটির প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। অন্য দুই কোয়ার্টার ফাইনালের একটি হবে অল-ইতালিয়ান দ্বৈরথ। যেখানে সিরি-আ টেবিল টপার নাপোলি মুখোমুখি হবে ছ'বারের চ্যাম্পিয়নস লীগ বিজয়ী এসি মিলানের। অন্য কোয়ার্টারে বেনফিকার বিরুদ্ধে নামবে ২০১০ সালের চ্যাম্পিয়নস লীগ জয়ী ইন্টার মিলান।

সেমিফাইনালে এসি মিলান এবং নাপোলির মধ্যে বিজয়ী দল খেলবে ইন্টার মিলান এবং বেনফিকার মধ্যে জয়ী দলের সঙ্গে। ইন্টার যদি বেনফিকাকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে তবে ২০১৭ সালের পর প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে দেখা যাবে এক ইতালিয়ান ক্লাবকে। শেষবার জুভেন্টাস ২০১৭ সালে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলেছিল। অন্য সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং চেলসির মধ্যে জয়ী দল খেলবে ম্যানচেস্টার সিটি এবং বায়ার্নের মধ্যে জয়ী দলের বিপক্ষে। এখানেও দেখা যেতে পারে অল-ইংলিশ সেমিফাইনাল।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে এপ্রিলের ১১ ও ১২ তারিখ। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে চেলসি। পরের সপ্তাহে দ্বিতীয় লেগে স্ট্যামফোর্ড ব্রিজে যাবে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। অন্যদিকে সিটির ঘরের মাঠে প্রথম লেগে খেলবে বায়ার্ন মিউনিখ।

সান সিরোতে প্রথম লেগে মুখোমুখি হবে এসি মিলান এবং নাপোলি। যে কারণে ইন্টার প্রথম লেগ খেলবে লিসবনে। দ্বিতীয় লেগে অনুষ্ঠিত হবে ১৮ এবং ১৯ এপ্রিল। মে মাসে খেলা হবে সেমিফাইনাল। ১০ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে উয়েফা চ্যাম্পিয়নস লীগের মেগা ফাইনাল।

অনুষ্ঠিত হলো কোয়ার্টার ফাইনালের ড্র
UEFA Europa League: লিসবনের কাছে টাইব্রেকারে হারলো আর্সেনাল, বেটিসকে হারিয়ে শেষ আটে ম্যান ইউ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in