

উয়েফা চ্যাম্পিয়নস লীগের মঞ্চে গতরাতে সান্টিয়াগো বার্নাব্যূতে ঘটেছে এক বড় অঘটন! প্রথমবার চ্যাম্পিয়নস লীগে খেলতে আসা শেরিফ তিরাসপোল রিয়েল মাদ্রিদকে তাদের নিজেদের ঘরের মাঠেই হারিয়ে দিলো ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্ককে ২-০ গোলে হারিয়েছে মলডোভার এই ক্লাবটি। এবার রিয়েল মাদ্রিদকে হারিয়ে গোটা ফুটবল বিশ্বের নজর কেড়েছে তারা।
সান্টিয়াগো বার্নাব্যূতে গতকাল যেন জয়ের জন্যই নেমেছিলো শেরিফ। রিয়েল মাদ্রিদ সম্পূর্ণ ম্যাচে শতকরা ৭৬ শতাংশ বল নিজেদের দখলে রাখে। পুরো ম্যাচে মোট ৩১ টি শট নেয় বেনজেমারা, যার মধ্যে ১১ টি শট থাকে অন টার্গেটে। তবে একটাও শেরিফ তিরাসপোলের গোলরক্ষক আথানাসিয়াদিসকে পরাজিত করতে পারেনি। রিয়েল না পারলেও মাত্র ৩ টি শট নেওয়া শেরিফের দুটোতেই পরাস্ত হন থিবো কার্তুয়া।
গতরাতে প্রথমার্ধের ২৫ মিনিটে ক্রিশ্চিয়ানোর পাস থেকে শেরিফ তিরাসপোলকে প্রথম এগিয়ে দেন জাসুরবেক যাক্সিবোয়েভ। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়েলকে সমতা এনে দেন করিম বেনজেমা। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে আবারও গোল পেয়ে যায় শেরিফ। ৮৯ মিনিটে সেবাস্টিয়ান থিলের গোল হতাশ করে রিয়েলকে।
অন্যদিকে সান সিরোতে দশ জনের এসি মিলানের বিরুদ্ধে ২-১ গোলে জয় অর্জন করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে প্রথমার্ধে রাফায়েল লিওর গোলে এগিয়ে যায় মিলানই। তবে ম্যাচের ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিলানের ফ্র্যাঙ্ক কেসিকে। দশ জনের মিলান অবশ্য ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদকে আটকে রাখে। ৮৪ মিনিটের মাথায় রেনান লোদীর পাস থেকে গোল করে দিয়েগো সিমিওনেদের সমতা এনে দেন আঁতোয়া গ্রিজম্যান। এরপর অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে অ্যাটলেটিকোকে জয় এনে দেন লুইস সুয়ারেজ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন