UCL: ম্যাকাবির জালে ৭ গোল পিএসজির! মরশুমের প্রথম হার রিয়ালের

পার্ক দেস প্রিন্সেসে এদিন শুরু থেকেই ঝড় তোলেন মেসি-নেইমার-এমাবাপ্পেরা। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় তাঁরা। ১৯ মিনিটে প্রথম গোলটি করেন লিও মেসি। ৩২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
মেসি ও নেইমার
মেসি ও নেইমারছবি - উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্যুইটার হ্যান্ডেল

মেসি-নেইমার-এমাবাপ্পে যে অপ্রতিরোধ্য শক্তি তা আবারও একবার প্রমাণ করলেন হাইফার জালে সাত গোল জড়িয়ে। মঙ্গলবার নিজেদের ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাকাবি হাইফাকে ৭-২ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে প্যারিস সাঁ জার্মেইন। পিএসজির হয়ে এই ম্যাচে দুটি করে গোল করেছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। দুজনের পা থেকে এসেছে দুটি করে অ্যাসিস্টও। এছাড়াও একটি করে গোল করেছেন নেইমার এবং কার্লোস সোলের।

এদিনের অন্য ম্যাচে বেনফিকার কাছে ৪-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলো জুভেন্টাস। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড এবং ম্যান সিটি। সালজবার্গকে হারিয়ে জয় অর্জন করেছে চেলসি। চলতি চ্যাম্পিয়নস লিগে প্রথম হারের মুখ দেখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

পিএসজি বনাম ম্যাকাবি হাইফা -

পার্ক দেস প্রিন্সেসে এদিন শুরু থেকেই ঝড় তোলেন মেসি-নেইমার-এমাবাপ্পেরা। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় তাঁরা। ১৯ মিনিটে প্রথম গোলটি করেন লিও মেসি। ৩২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। তিন মিনিট বাদে মেসির পাস থেকে তৃতীয় গোলটি করেন নেইমার। ৩৮ মিনিটে ইজরায়েলি দল একটি গোল পরিশোধ করলেও প্রথমার্ধ শেষের আগে এমবাপ্পের ক্রস থেকে লিও মেসি প্যারিসিয়নদের আরও এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল পরিশোধ করে হাইফা। তবে এর অল্প সময় বাদে এমবাপ্পে ফের ব্যবধান বাড়ান। ৬৭ মিনিটে গল্ডবার্গ আত্মঘাতী গোল করে ইজারায়েলি দলকে আরও পিছিয়ে দেন। ৮৪ মিনিটে হাইফার কফিনে শেষ পেরেকটি পোঁতেন কার্লোস সোলের।

বেনফিকা বনাম জুভেন্টাস -

মঙ্গলবার গ্রুপ পর্বের ম্যাচে জুভেন্টাসকে দ্বিতীয়বারের মতো হারিয়েছে বেনফিকা। পর্তুগীজ দলের কাছে ৪-৩ গোলে হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলো ওল্ড লেডিরা। বেনফিকার হয়ে এই ম্যাচে জোড়া গোল করেছেন পর্তুগীজ মিডফিল্ডার রাফা সিলভা। একটি করে গোল করেছেন অ্যান্টেনিও সিলভা এবং জোয়াও মারিয়ো। জুভেন্টাস কিন, মিলিক, ম্যাককেনের গোলে আপ্রাণ চেষ্টা চালিয়েও জয়ের দেখা পেলো না। পিএসজির বিপক্ষে পরবর্তী ম্যাচে হারলে ইউরোপাতে খেলার স্বপ্নও ধূলিসাৎ হয়ে যেতে পারে বিয়াঙ্কোনেরিদের।

ম্যানচেস্টার সিটি বনাম বুরুশিয়া ডর্টমুন্ড -

ম্যানচেস্টার সিটি ও বুরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্র'তে। ম্যাচের ফলাফল অবশ্য অন্য হতে পারতো। ইদুনা পার্ক থেকে জয় নিয়ে ফিরতে পারতো স্কাই ব্লুজরা। তবে ৫৮ মিনিটে পেনাল্টি উপহার পেলেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন রিয়াদ মাহারেজ।

চেলসি বনাম সালজবার্গ -

অস্ট্রিয়ার দল রেড বুল সালজবার্গকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে চেলসি। অস্ট্রিয়ার ঘরের মাঠে মাতেও কোভেসিসের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ব্লুজরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফিরে পায় স্বাগতিকরা। তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সালজবার্গ। ৬৪ মিনিটে কাই হাভার্টেজের গোলে জয় তুলে নেয় গ্রাহাম পটারের স্টুডেন্টরা।

রিয়াল মাদ্রিদ বনাম আরবি লাইপজিগ -

মরশুমের প্রথম পরাজয়ের মুখ দেখলো রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা, লুকা মড্রিচ, ফেদে ভালভার্দেদের না নিয়ে খেলতে নামা লস ব্ল্যাঙ্কোসরা জার্মান দলের কাছে হেরেছে ৩-২ গোলে। রেডবুল অ্যারিনায় ইয়োস্কো গার্দিওল ও ক্রিস্টোফার অঙ্কুঙ্কুর গোলে ১৮ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির আগে ভিনিসিয়াস জুনিয়র একটি গোল ফেরত দিলেও টিমো ওয়ের্নারের গোলে দ্বিতীয়ার্ধে আবারও লীড বাড়ায় লাইপজিগ। যোগ করা সময়ে পেনাল্টি থেকে রদ্রিগো গোল করলেও মরশুমের প্রথম পরাজয় থেকে রেহাই পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in