UCL: মেসির পেনাল্টি মিস সত্ত্বেও শেষ মুহূর্তে রিয়ালের বিরুদ্ধে নাটকীয় জয় পিএসজির, জয় ম্যান সিটিরও

মেসির পেনাল্টি মিসের পর আক্রমণ বাড়ালেও গোলের দেখা পাচ্ছিলো না ভেরাত্তি, এমবাপ্পেরা। অবশেষে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ে এসে বাজিমাৎ করে পিএসজি।
পিএসজি স্কোয়াড
পিএসজি স্কোয়াডছবি পিএসজির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

লিওনেল মেসির পেনাল্টি মিসের পর একদম শেষ মুহূর্তে এসে নেইমার-এমবাপ্পে যুগলবন্দিতে রিয়াল মাদ্রিদকে হারালো প্যারিস সাঁ জার্মেইন। পার্ক দেস প্রিন্সেসে উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্রি কোয়ার্টার ফাইনালে নাটকিয় এই জয় কোয়ার্টার ফাইনালের জন্য এগিয়ে রাখলো পচেত্তিনোর দলকে। অন্যদিকে স্পোর্টিংকে গোল বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা বাড়িয়ে রাখলো গার্দিওলার ম্যানচেস্টার সিটি। লিসবনে স্পোর্টিংকে ৫-০ গোলে ধরাশায়ী করেছে সিটিজেনরা।

প্যারিসিয়েনদের ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়নস লীগের রোমহর্ষক ম্যাচে মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। সম্পূর্ণ ম্যাচ জুড়েই ছিলো রোমাঞ্চ। রিয়েল ফেভারিট হিসেবে খেলতে গেলেও ম্যাচ জুড়ে দাপট দেখাতে থাকে প্যারিসিয়েনরাই। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে পেনাল্টি উপহার পায় পিএসজি। তবে স্পট কিক নিতে গিয়ে হতাশ করেন লিওনেল মেসি। বেলজিয়ান গোলরক্ষক থিবো কার্তুয়া অনবদ্য দক্ষতায় মেসির পেনাল্টি সেভ করেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। সেই সাথে রিয়ালের বিপক্ষে টানা ৮ ম্যাচে গোল করতেও ব্যর্থ হলেন তিনি।

মেসির পেনাল্টি মিসের পর আক্রমণ বাড়ালেও গোলের দেখা পাচ্ছিলো না ভেরাত্তি, এমবাপ্পেরা। অবশেষে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ে এসে বাজিমাৎ করে পিএসজি। ৭৩ মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে নামা নেইমারের ক্রস থেকে গোল করেন ফরাসী স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ৯৪ মিনিটে এমবাপ্পের গোল থেকেই নাটকিয় জয় অর্জন করে পিএসজি।।

অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লীগের অন্য প্রি কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপিকে খড় কুটোর মতো উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় স্কাই ব্লুজরা। ১৭ মিনিটে এবং ৪৪ মিনিটে জোড়া গোল করেন বার্নার্ডো সিলভা। ৭ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন রিয়াদ মাহরেজ। ৩২ মিনিটে মাহরেজের পাস থেকে একটি গোল করেন ফিল ফোডেন। এরপর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সিপির কফিনে শেষ পেরকটি পুঁতে দেন রহিম স্টার্লিং।

পিএসজি স্কোয়াড
Novak Djokovic: প্রয়োজনে টুর্নামেন্টে অংশ নেব না, কিন্তু টিকা নেব না - জকোভিচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in