UCL: লাইপজিগের কাছে হোঁচট খেলো সিটি, লুকাকুর গোলে পোর্তোকে হারালো ইন্টার মিলান

পর্তুগিজ ক্লাব পোর্তোর বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থাকলো ইন্টার মিলান। লাইপজিগদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল সিটি।
রোমেলু লুকাকু
রোমেলু লুকাকুছবি - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্যুইটার হ্যান্ডেল

লাইপজিগের কাছে হোঁচট খেলো ম্যানচেস্টার সিটি। রেড বুল লাইপজিগের মাঠে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গার্দিওলা বাহিনীকে। যার ফলে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার জন্য বেশ চাপেই থাকলো স্কাই ব্লুজরা। দিনের অন্য ম্যাচে রোমেলু লুকাকুর একমাত্র গোলে পোর্তোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে স্বাগতিক ইন্টার মিলান।

রেড বুল এরিনায় এদিন প্রথমার্ধে আধিপত্য দেখায় সফরকারী সিটি। ম্যাচের ২৭ মিনিটে জার্মান মিডফিল্ডার ইলকে গুন্দোগানের বাড়ানো ক্রস থেকে গোল করে স্কাই ব্লুজদের এগিয়ে দিয়েছিলেন রিয়াদ মাহারেজ। অসুস্থতার জন্য এদিন কেভিন ডি ব্রুইনা দলে না থাকলেও বলের দখল রেখে প্রথমার্ধে বেশ প্রভাব দেখাচ্ছিলেন গ্রিলিস গুন্দোগানরা। এক গোল করার পাশাপাশি বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করে তারা।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবি পাল্টে যায়। স্বাগতিক ভক্তদের সরব সমর্থন ও নতুন কোচ, মার্কো রোজের কিছু ট্যাকটিকাল পরিবর্তনে এই অর্ধে ঘুরে দাঁড়ায় লাইপজিগ। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের মাথায় মার্সেল হালস্টেনবার্গের কর্নারে হেড করেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার গ্যাভারদিওল। বক্সের ভিড়ের মধ্যে সবার উপরে উঠে জালে বল জড়িয়ে দেন তিনি। এরপর আর কোনো ভাবেই সিটি কামব্যাক করতে পারেনি। ৯০ মিনিট বলের ওপর ভালো নিয়ন্ত্রণ রাখে লাইপজিগ।

অন্য ম্যাচে সান সিরোতে জয় পেয়েছে ইন্টার মিলান। পর্তুগিজ ক্লাব পোর্তোর বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থাকলো তারা। ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোর্তোর ওটাভিয়ো। এরপর দশ জনের পোর্তোর জালে ৮৬ মিনিটের মাথায় বল জড়ান রোমেলু লুকাকু। এই জয়ে অবশ্য স্বস্তি পাচ্ছেন না সিমোনে ইনজাঘি। কারণ এরপরের লেগ রয়েছে পোর্তোর ঘরের মাঠে। সেখানে লড়াইটা সহজ হবে না।

রোমেলু লুকাকু
ICC Rankings: ৪ বছর পর সিংহাসন হারালেন কামিন্স, নজির গড়ে শীর্ষস্থান দখল ব্রিটিশ তারকার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in