UCL: টানা ৭ ম্যাচ ক্লিনশিট রেখে কোয়ার্টার ফাইনালে গার্দিওলার ম্যান সিটি

শেষ ১৬-র প্রথম লীগে বুরুশিয়া মুনশেনগ্লাডবাখকে হাঙ্গেরীর বুদাপেস্টের পুসকাস এরেনাতে ২-০ ব্যবধানে হারিয়ে আসে ম্যান সিটি। গত রাতে ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামেও মুনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারালো তারা।
UCL: টানা ৭ ম্যাচ ক্লিনশিট রেখে কোয়ার্টার ফাইনালে গার্দিওলার ম্যান সিটি
ম্যাঞ্চেস্টার সিটির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

প্রিমিয়ার লীগে দুরন্ত গতিতে ছুটছে গার্দিওলার বিজয়রথ। লিসেস্টার সিটি বা ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে অনেকটাই এগিয়ে গেছে ম্যান সিটি। একই ছবি উয়েফা চ্যাম্পিয়নস লীগেও। টানা ৭ ম্যাচ ক্লিন শিট রেখে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের টিকিট পেলো সিটিজেনরা।

শেষ ১৬- এর প্রথম লীগে বুরুশিয়া মুনশেনগ্লাডবাখকে হাঙ্গেরীর বুদাপেস্টের পুসকাস এরেনাতে ২-০ ব্যবধানে হারিয়ে আসে ম্যান সিটি। গত রাতে নিজেদের ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামেও মুনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারালো তারা। ফলস্বরূপ, ৪-০ ব্যবধানে বড় জয় নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ আটে প্রবেশ করলো গার্দিওলা ব্রিগেড।

এদিন প্রথমার্ধের ১৮ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় স্কাই ব্লুজরা। ম্যাচের ১২ মিনিটেই রিয়াদ মাহরেজের বাড়ানো পাস থেকে দুরন্ত গোল করে সিটিকে এগিয়ে দেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। দ্বিতীয় গোলটি আসে এর ঠিক ৬ মিনিট পরেই। ফিল ফোডেনের পাস থেকে গোল করেন জার্মান তারকা ইলকে গুন্দোগান। এই দুই গোলেই জয় নিশ্চিত করে তারা।

ইতিমধ্যেই শেষ আটের ছয় দল পেয়ে গেছে চ্যাম্পিয়নস লীগ। লিভারপুল, পোর্তো, বুরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, রিয়েল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। অপর দুই দল নিশ্চিত হয়ে যাবে আজ। আজ দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অনুষ্ঠিত হচ্ছে লেজিও বনাম বায়ার্ন মিউনিখ এবং চেলসি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ। প্রথম লীগে অ্যাটলেটিকো মাদ্রিদকে ঘরের মাঠে ১-০ ব্যবধানে হারিয়ে ফিরেছে ব্লুজরা। আজ স্ট্যামফোর্ড ব্রিজে লীড ধরে রাখার পালা টমাস টুখেলদের। অন্যদিকে রোম থেকে লেজিওর বিরুদ্ধে ৪-১ ব্যবধানে বড় জয় নিয়ে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের আগেই কার্যত কোয়ার্টারে এক পা দিয়েই রেখেছে বাভেরিয়ানরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in