UCL: তিন লাল কার্ডের ম্যাচে শেষ হাসি অ্যাটলেটিকোর, লিভারপুলের কাছে হেরে বিদায় মিলানের

এস্তাদিও দি দ্রাগাও'র নাটকিয় ম্যাচে পোর্তোকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলতে পৌঁছে গিয়েছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপা লীগ খেলতে পারবে পোর্তো।
অ্যাটলেটিকো মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদছবি অ্যাটলেটিকো মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

এস্তাদিও দি দ্রাগাও'র নাটকিয় ম্যাচে পোর্তোকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলতে পৌঁছে গিয়েছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। ইউরোপা লীগ খেলতে পারবে পোর্তো। কিন্তু লিভারপুলের কাছে এসি মিলান হেরে যাওয়ায় ইউরোপা লীগেও জায়গা হচ্ছেনা সান সিরোর ক্লাবটির। গতকাল মারামারি, হাতাহাতি, তিন লাল কার্ড, সবমিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম পোর্তোর ম্যাচে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ঝামেলা শুরু হয় ম্যাচের ৬৭ মিনিটে। কনুই দিয়ে গুঁতো মেরে লাল কার্ড দেখলেন কারাসকো। এর ঠিক দু মিনিট বাদেই কোররেয়াকে গলায় কনুই মেরে লাল কার্ড পেলেন পোর্তোর ওয়েনডেল। ডাগ আউটে দুই দলের কোচিং স্টাফদের মধ্যে তখন ধস্তাধস্তি অবস্থা। রেফারি লাল কার্ড দেখান পোর্তোর সহকারী কোচ অগাস্টিনকেও। এইসব নাটকিয়তার মধ্যেই শেষ পাঁচ মিনিটে হয় তিন গোল। ৯০ মিনিটে এবং ৯২ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে গোল করেন যথাক্রমে অ্যাঞ্জেল কোরেয়া এবং রদ্রিগো দে পল। অন্যদিকে পেনাল্টি থেকে পোর্তোর হয়ে একমাত্র গোলটি করেছেন সার্জিও অলিভেইরা।

গ্রুপ ডি'র অন্য ম্যাচে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জেতার রেকর্ড করে ফেলেছে লিভারপুল। গতরাতে ফিকায়ো তোমোরির গোলে ২৮ মিনিটের মাথায় এগিয়ে যায় মিলান। তবে এর মিনিট আটেক পরেই মহম্মদ সালহা য়ুর্গেন ক্লপদের এনে দেন সমতা। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অল রেডসদের হয়ে জয়সূচক গোলটি করেন ওরিগি।

সান্টিয়াগো বার্নাব্যূতে গতরাতে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ-ডি'র চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে পৌঁছেছে রিয়েল মাদ্রিদ। রানার আপ হয়েছে ইন্টার। গতকাল রিয়েল মাদ্রিদের হয়ে একটি করে গোল করেছেন টনি ক্রুজ এবং মার্কো অ্যাসেনসিও উইলিয়ানস।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্লাব ব্রুজকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে প্যারিস সাঁ জার্মেইন। কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি করেছেন জোড়া গোল। অন্যদিকে এই গ্রুপ-এ থেকে শেষ ম্যাচে লাইপজিগের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ম্যান সিটি। তবে সিটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং পিএসজি রানার আপ হয়েই শেষ ষোলতে পা রেখেছে।

অ্যাটলেটিকো মাদ্রিদ
Robert Lewandowski: ব্যালন ডি'অর-এর মঞ্চে মেসির বক্তব্য 'ফাঁকা বুলি', বিস্ফোরক রবার্ট লেভনডস্কি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in