জয়ের পর ইয়ং বয়েজের উদযাপন
জয়ের পর ইয়ং বয়েজের উদযাপনছবি ইয়ং বয়েজের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

UCL 2021-22: রোনাল্ডোর গোলে এগিয়ে থেকেও ইয়ং বয়েজের কাছে ২-১ ব্যবধানে হেরে গেল ম্যান ইউ

ম্যান ইউর জার্সিতে খেলতে নেমে গোল করে নতুন রেকর্ড স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে রোনাল্ডোর গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ইয়ং বয়েজের কাছে ২-১ গোলে হারতে হয়েছে দশ জনের ম্যান ইউনাইটেডকে।

ম্যান ইউর জার্সিতে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে খেলতে নেমে গোল করে নতুন রেকর্ড স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে রোনাল্ডোর গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ইয়ং বয়েজের কাছে ২-১ গোলে হারতে হয়েছে দশ জনের ম্যান ইউনাইটেডকে।

২০২১-২২ মরশুমে চ্যাম্পিয়নস লীগের পর্দা উঠেছে মঙ্গলবারই। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিলো সুইস ক্লাব ইয়ং বয়েজ এবং প্রিমিয়ার লীগ জায়ান্ট। এদিন মাঠে নামার সাথে সাথেই অনন্য এক রেকর্ডে ভাগ বসিয়েছেন সদ্য জুভেন্তাস থেকে ঘরের ক্লাব ম্যান ইউতে ফেরা রোনাল্ডো। প্রাক্তন রিয়েল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিয়াসের সাথে যৌথভাবে চ্যাম্পিয়নস লীগে সর্বোচ্চ ১৭৭ টি ম্যাচ খেলার নজির গড়লেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগীজ।

গতকাল রাতে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ম্যান ইউ। ব্রুনো ফার্নান্দেজের অনবদ্য এক পাস থেকে গোল করে দেন রোনাল্ডো। শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওলে গানার সোলশারেরা। তবে অঘটন ঘটে ম্যাচের ৩৫ মিনিটে। ইংলিশ ডিফেন্ডার অ্যারন ওয়ান বিসাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় হ্যারি ম্যাগুয়ের বাহিনী।

প্রথমার্ধে লীড ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে দশ জনের দলকে চেপে ধরে ইয়ং বয়েজ। ম্যাচের ৬৬ তম মিনিটে ক্যামেরুনের উইঙ্গার নিকোলাস এনগামালেউ ম্যানচেস্টার জালে বল জড়িয়ে ইয়ং বয়েজকে সমতা এনে দেন। এরপর ম্যাচের ৭২ মিনিটে রোনাল্ডোর বদলি হিসেবে মাঠে নামেন জেসে লিনগার্ড। ম্যাচের একদম শেষ মুহূর্তে লিনগার্ডের ভুল পাসেই কপাল পুড়লো রেড ডেভিলদের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in