U S Open: তৃতীয় রাউন্ডেই বিদায়, টেনিস থেকে সাময়িক বিরতি ঘোষণা নাওমি ওসাকার

তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। সেইসঙ্গে স্পেনের অবাছাই কার্লোস আলকারাজ গারিফার কাছে হেরে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন স্টেফানোস সিতিসিপাস।
ম্যাচের শেষে নাওমি ওসাকা ও লেলাহ ফার্নান্ডেজ
ম্যাচের শেষে নাওমি ওসাকা ও লেলাহ ফার্নান্ডেজছবি ইউ এস ওপেন টেনিস ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ইউএস ওপেনে বড় অঘটন। কানাডার অনভিজ্ঞ লেলাহ ফার্নান্ডেজের বিরুদ্ধে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। ইউ এস ওপেনে পরাজয়ের পরেই টেনিস থেকে সাময়িক বিরতি নেবার কথা ঘোষণা করেছেন নাওমি ওসাকা। সেইসঙ্গে স্পেনের অবাছাই কার্লোস আলকারাজ গারিফার কাছে হেরে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন স্টেফানোস সিতিসিপাস।

নিউইয়র্কের আর্থার অ্যাশে এদিন ২-১ সেটে হেরে বিদায় নেন জাপানী টেনিস সেনসেশন নাওমি ওসাকা। প্রথম সেটেই ৭-৫ ফলাফলে বাজিমাৎ করেন কানাডিয়ান প্রতিপক্ষ। দ্বিতীয় সেটে লড়াই করে ৭-৬ (৭-২) টাইব্রেকারে লড়াইয়ে ফেরেন নাওমি। তবে তৃতীয় সেটে নাওমি দাঁড়াতে পারেননি লেলাহ ফার্নান্ডেজের কাছে। ৬-৪ সেটে ম্যাচ জিতে পরের রাউন্ডে চলে যান লেলাহ। আর ম্যাচ হেরে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের তিন নম্বর জাপানী টেনিস তারকা।

অঘটন ঘটেছে সিতিসিপাস বনাম কার্লোস আলকারাজ গারিফার ম্যাচেও। পাঁচ সেটের হাড্ডা হাড্ডি লড়াইয়ে বিশ্বের তিন নম্বর টেনিস তারকা স্টেফানোস সিতিসিপাসের বিরুদ্ধে ৩-২ ফলাফলে ম্যাচ জিতে নেয় ৫৫ নম্বরে থাকা আলকারাজ গারিফা। ম্যাচের ফলাফল আলকারাজের পক্ষে ৬-৩, ৪-৬,৭-৬(৭-২),০-৬, ৭-৬।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে এদিন প্রথম সেটে ৬-৩ ফলাফলে জয় দিয়ে খাতা খোলেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় সেটে অবশ্য ৬-৪ ফলাফলে সেট জিতে সমতা ফিরে পান গ্রিসের নম্বর থ্রি। তৃতীয় সেটে আবার টাইব্রেকারে জিতে এগিয়ে যান আলকারাজ। চতুর্থ সেটে স্প্যানিশ প্রতিপক্ষকে পাত্তা না দিয়েই ৬-০ ফলাফলে খেলায় ফেরেন সিতিসিপাস। তবে পঞ্চম সেটে বাজিমাৎ করেন আলকারাজ। ৭-৬ ব্যবধানে জিতে পরের রাউন্ডে চলে যান তিনি। অন্যদিকে ১৮ বছরের স্প্যানিশ তারকার কাছে হেরে চলতি ইউ এস ওপেনের সফর শেষ হয় সিতিসিপাসের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in