Nuno Espirito Santo: নিয়োগের মাত্র চার মাসের মাথায় বরখাস্ত টটেনহ্যাম কোচ নুনো এস্পিরিতো সান্তো

লাগাতার হারের কারণেই ধুঁকতে থাকা টটেনহ্যাম নুনোর ওপর আস্থা রাখতে পারলো না। স্পার্সদের নতুন কোচ কে হবেন তা স্পষ্ট ভাবে জানা না গেলেও দৌড়ে সবার আগে রয়েছেন চেলসির প্রাক্তন ম্যানেজার আন্তোনিয়ো কন্তে।
নুনো এস্পিরিতো সান্তো
নুনো এস্পিরিতো সান্তোছবি সংগৃহীত

দায়িত্ব পাওয়ার মাত্র চার মাসের মাথায় চাকরি হারালেন টটেনহ্যাম হটস্পারের কোচ নুনো এস্পিরিতো সান্তো। একের পর এক লাগাতার হারের কারণেই ধুঁকতে থাকা টটেনহ্যাম নুনোর ওপর আস্থা রাখতে পারলো না। স্পার্সদের নতুন কোচ কে হবেন তা স্পষ্ট ভাবে জানা না গেলেও গুঞ্জন উঠেছে দৌড়ে সবার আগে রয়েছেন চেলসির প্রাক্তন ম্যানেজার আন্তোনিয়ো কন্তে।

সোমবার টটেনহ্যামের পক্ষ থেকে বিদায় জানানো হয়েছে নুনো সান্তোকে। স্পার্সদের হয়ে মাত্র ১৭ টি ম্যাচেই ম্যানেজারের দায়িত্ব সামলেছেন তিনি। ওলে গানার সোলশার এবং নুনো এস্পিরিতো সান্তো, দুজনের চাকরি নিয়েই টানাটানি চলছিলো। তবে টটেনহ্যামকে ৩-০ গোলে হারিয়ে আপাতত চাকরি বাঁচিয়েছেন সোলশার। কিন্তু লাগাতার হারের কারণেই নুনো সান্তোকে বরখাস্ত করা হলো।

৪৭ বর্ষীয় নুনো গত জুলাইয়ে দু'বছরের চুক্তিতে টটেনহ্যামের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর হাত ধরে মরশুমের শুরুটা দুরন্তই হয়েছিলো। প্রিমিয়ার লীগে টানা তিন ম্যাচে জয় অর্জন করেছিলো টটেনহ্যাম। তবে এর পরেই ছন্দপতন ঘটে। শেষ সাত ম্যাচের পাঁচটিতেই হারের মুখ দেখেছে দলটি। শেষ ম্যাচে রেড ডেভিলদের কাছে ৩-০ গোলে হারতে হয় তাদের। ইউরোপিয়ান কনফারেন্স লিগেও খুব ভালো অবস্থায় নেই তারা। জি- গ্রুপে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লন্ডনের দলটি।

প্রিমিয়ার লীগে এখনও পর্যন্ত ১০ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার। ইপিএলে তারা দশ ম্যাচে গোল করেছে মাত্র ৯টি এবং গোল হজম করেছে ১৬টি। লীগ টেবিলের প্রথম চার স্থানে রয়েছে যথাক্রমে চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হাম ইউনাইটেড।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in