Tokyo Paralympis: টেবল টেনিস (ক্লাস ৪) ফাইনালে ভারতের ভাভিনাবেন প্যাটেল

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পক্ষে কমপক্ষে একটি রূপো নিশ্চিত করলেন ভারতীয় তারকা ভাভিনাবেন প্যাটেল। এদিন ভাভিনাবেন প্যাটেল টেবল টেনিস (ক্লাস ৪) বিভাগে ফাইনালে পৌঁছলেন।
ফাইনালে ভারতের ভাভিনাবেন প্যাটেল
ফাইনালে ভারতের ভাভিনাবেন প্যাটেলছবি দীপা মালিকের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পক্ষে কমপক্ষে একটি রূপো নিশ্চিত করলেন ভারতীয় তারকা ভাভিনাবেন প্যাটেল। এদিন ভাভিনাবেন প্যাটেল টেবল টেনিস (ক্লাস ৪) বিভাগে ফাইনালে পৌঁছলেন। টেবিল টেনিস (ক্লাস ৪) সেমিফাইনালে তিনি চীনের প্রতিদ্বন্দ্বী ঝাং মিয়াওকে ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮-এ পরাজিত করেন।

গতকালই ভাভিনাবেন টেবিল টেনিসের ক্লাস ফোর কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌছান। সার্বিয়ার বোরিস্লাভা পেরিচের বিরুদ্ধে ভাভিনা ৩-০ সেটে জয় তুলে নেন। ম্যাচের ফলাফল ভারতীয় তারকা ভাভিনাবেন-এর পক্ষে ১১-৫, ১১-৬, ১১-৭।

প্রি কোয়ার্টার ফাইনালেও ব্রাজিলিয়ান প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছিলেন ভাভিনা। প্রি কোয়ার্টার ফাইনালে ভাভিনার পক্ষে ফলাফল ছিলো ১২-১০, ১৩-১১, ১১-৬।

ক্লাস ফোরের গ্রুপ এ-র প্রথম ম্যাচে চীনের জৌ ইংয়ের কাছে ৩-০ সেটে হার দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন করেছিলেন ভাভিনা। গ্রেট ব্রিটেনের মেগান শাকলেনকে ৩-১ গেমে হারিয়ে শেষ ষোলতে পৌঁছে যান তিনি। টানা সেই জয়যাত্রা দিয়েই দেশের এবং নিজের জন্য পদক নিশ্চিত করলেন ভাভিনাবেন প্যাটেল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in