Tokyo Paralympics: ভারতের ঝুলিতে তৃতীয় পদক, ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ বিনোদ কুমারের

এক দিনেই ভারতের ঝুলিতে তিনটি পদক। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ। নিশাদ কুমারের হাইজাম্পে রূপো জয়ের কিছুক্ষণ পরেই বিনোদ কুমারের ব্রোঞ্জে উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামহল।
বিনোদ কুমার
বিনোদ কুমারফাইল ছবি সংগৃহীত

এক দিনেই ভারতের ঝুলিতে তিনটি পদক। এশিয়ান রেকর্ড গড়ে টোকিও প্যারালিম্পিক্সে ভারতকে তৃতীয় পদক এনে দিলেন বিনোদ কুমার। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ। নিশাদ কুমারের হাইজাম্পে রূপো জয়ের কিছুক্ষণ পরেই বিনোদ কুমারের ব্রোঞ্জে উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামহল।

ফাইনালে ১৯.৯১ মিটার ডিসকাস ছুঁড়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ। ৪২ বর্ষীয় বিনোদের ব্রোঞ্জ জয়ের পর ভিডিও বার্তা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্যারালিম্পিক কমিটির প্রধান দীপা মালিক। দীপা জানান, "ভারতের পদক জয়ের হ্যাটট্রিক হলো। জাতীয় ক্রীড়াদিবসে তিনটি পদক পেল ভারত। বিনোদ নিজের কেরিয়ার দেরি করে শুরু করলেও, ৪২ বছর বয়সে এসে নিজের প্রথম প্যারালিম্পিকে পদক জেতা খুবই গর্বের বিষয়। অনেক কঠোর পরিশ্রম করেছেন বিনোদ।"

পুরুষদের হাইজাম্পের টি-৪৭ বিভাগে এদিন রুপো জিতলেন নিশাদ কুমার। টোকিওতে হাইজাম্প ইভেন্টের ফাইনালে দু'বারের প্রচেষ্টায় ২.০৬ মিটার লাফ দিয়ে রূপো হাতে তুলেছেন নিষাদ।

রবিবার সকালে ভারত চলতি টোকিও প্যারালিম্পিক প্রথম পদকের স্বাদ পায়। সকালেই ভাবিনাবেন প্যাটেল দেশকে রূপো উপহার দিয়েছেন। মহিলাদের টেবিল টেনিসের ক্লাস ফোরের ফাইনালে চীনা প্রতিদ্বন্দ্বী ইং ঝৌয়ের বিপক্ষে ৩-০ সেটে হারতে হয় ভাবিনাবেনকে। টোকিও প্যারালিম্পিকে ভারত রেকর্ড সংখ্যক পদক জয়ের স্বপ্ন দেখছে। এক দিনেই এলো তিনটি পদক। ভাবিনাবেন ও নিষাদের রূপো জয়ের পর দেশকে ব্রোঞ্জ এনে দিলেন বিনোদ।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in