

টোকিও প্যারালিম্পিক্সে অবনী লেখেরার সোনা জয়ের কিছুক্ষণ পরেই ভারতকে আরো একটি পদক এনে দিলেন যোগেশ কাথুনিয়া। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫৬ বিভাগে রুপোলি জিতলেন যোগেশ। এই নিয়ে মোট পাঁচটি পদক এলো ভারতের ঝুলিতে।
নিজের ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টাতে ৪৪.৩৮ মিটার ডিসকাস ছুঁড়ে রুপো জিতে নেন যোগেশ। ২৪ বছরের যোগেশ নিউ দিল্লির কিরোরিমাল কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেছেন। মাত্র ৮ বছর বয়সে প্যারালাইসিসের শিকার হন যোগেশ। তাঁর বাবা একজন আর্মি সদস্য।
এই রাউন্ডে সোনা জেতেন ব্রাজিলের বিশ্বরেকর্ডধারী বাটিস্তা ডস স্যান্তোস। ৪৫.৫৯ মিটার ডিসকাস ছোঁড়েন তিনি। ৪৩.৩৬ মিটার ডিসকাস ছুঁড়ে তৃতীয় স্থান অর্জন করেন কিউবার লিওনার্দো দিয়াজ আলডানা।
গতকালের মতো আজ সকাল থেকে প্যারালিম্পিক্সে দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় খেলোয়াড়রা। গতকাল ভারত তিনটি পদক পেয়েছিলেন - দুটি রূপো, একটি ব্রোঞ্জ। আজ সকালে শ্যুটিংয়ে সোনা জেতেন ভারতের অবনী লেখেরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন