Tokyo Paralympics: ব্যাডমিন্টন মেনস সিঙ্গলসে (SL3) সোনা প্রমোদ ভগতের, ব্রোঞ্জ জিতলেন মনোজ সরকার

প্রত্যাশা মতোই ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসে (এসএল-৩) সোনা জিতলেন প্রমোদ ভগত। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন বাংলার মনোজ সরকার।
প্রমোদ ভগত ও মনোজ সরকার
প্রমোদ ভগত ও মনোজ সরকারছবি টোকিও ২০২০ ফর ইন্ডিয়া ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। শনিবার সকালেই মিক্সড ৫০ মিটার পিস্তলের এসইইচ ওয়ান ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশকে তৃতীয় সোনা এনে দিয়েছিলেন মণীশ নরওয়াল। একই ইভেন্টে রূপো জিতেছিলেন সিংরাজ। একইদিনে বিকেলে ভারতের ঝুলিতে এলো আরও দুই পদক। প্রত্যাশা মতোই ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসে (এসএল-৩) সোনা জিতলেন প্রমোদ ভগত। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন বাংলার মনোজ সরকার।

সোনা জয়ের ম্যাচে প্রমোদ ব্রিটিনের ড্যানিয়েল বেথেলকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছেন। খেলার ফলাফল ভারতীয় শাটলারের পক্ষে ২১-১৪, ২১-১৭। ৪৫ মিনিটের ঘাম ঝরানো লড়াইয়ের পর সোনার পদক গলায় ঝোলালেন সোনার ছেলে।

ব্যাডমিন্টনের এই ইভেন্টের ব্রোঞ্জ মেডেলের ম্যাচে বাংলার মনোজ সরকারের জয় জয়কার। এই ম্যাচে মনোজ মুখোমুখি হয়েছিলেন জাপানের দাইসুকে ফুজিহারার বিরুদ্ধে। যেখানে হাড্ডা হাড্ডি লড়াইয়ের প্রথম সেটের পর, দ্বিতীয় সেটে সহজ জয় অর্জন করে বাংলা তথা দেশকে গর্বিত করেছেন মনোজ। ৪৬ মিনিটের লড়াইয়ে মনোজের পক্ষে ফলাফল ২২-২০ এবং ২১-১৩।

সবমিলিয়ে টোকিও প্যারালিম্পিক্সে দুর্বার গতিতে ছুটছে ভারত। ব্যাডমিন্টন থেকে এখনও সোনা জয়ের সম্ভবনা রয়েছে ভারতের। এখনও পর্যন্ত রেকর্ড ১৭ টি পদক এসেছে দেশের। যার মধ্যে রয়েছে ৪ টি সোনা, ৭ টি রূপো এবং ৬ টি ব্রোঞ্জ। পদক জয়ের ক্রমতালিকায় ২৫ নম্বরে উঠে এসেছে ভারত।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in