

ইতিহাস গড়ে চলতি প্যারালিম্পিক্সে ব্যক্তিগত দ্বিতীয় পদক জিতলেন অবনী লেখারা। একই প্যারালিম্পিক্সে প্রথম বারের জন্য কোনো ভারতীয় দুটি পদক জিতলেন। অবনীর ইতিহাস রচনায় মন্ত্রমুগ্ধ দেশবাসী।
শনিবার সকালে ৫০মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অবনী। এর আগে গত সোমবার ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান ইভেন্টে দেশকে সোনা এনে দিয়েছিলেন তিনি। এদিন ৪৪৫.৯ স্কোর করে ৫০ মিটার এয়ার রাইফেল থেকে দেশকে এনে দিলেন ব্রোঞ্জ।
গত সোমবার টোকিও প্যারালিম্পিক্সে প্রথম সোনা আসে অবনীর হাত ধরে ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং (SH1) ইভেন্টে রেকর্ড স্কোর করে সোনা জিতেছেন অবনী লেখারা।
ভারতীয় শ্যুটার ফাইনালে স্কোর করেছিলেন ২৪৯.৬, যা প্যারালিম্পিক্সের ইতিহাসে রেকর্ড (যুগ্মভাবে)। ২০১৮ সালে ইউক্রেনের ইরিনা শেতানিকও এই স্কোর করেছিলেন, যিনি এবার ওই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন, তাঁর স্কোর ২২৭.৫। এই ইভেন্টে রূপো জিতেছেন চীনের কিউইপিং ঝাং, তাঁর স্কোর ২৩৮.৯।
সব মিলিয়ে টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা দাঁড়িয়েছে ১২ তে। ২ টি সোনা, ৬ টি রূপো এবং ৪ টি ব্রোঞ্জ জিতে ক্রমতালিকায় ৩৬ নম্বর স্থানে রয়েছে ভারত।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন