Tokyo Olympics: শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িক নির্বাসিত কুস্তিগীর ভিনেশ ফোগত

ভারতীয় রেসলিং ফেডারেশনের তোপের মুখে তারকা কুস্তিগীর ভিনেশ ভোগত। শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে ভিনেশকে। তাঁর বিরুদ্ধে তিনটি ধারায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে রেসলিং ফেডারেশন।
ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত
ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগতফাইল ছবি ভিনেশ ফোগতের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ভারতীয় রেসলিং ফেডারেশনের তোপের মুখে পড়লেন তারকা কুস্তিগীর ভিনেশ ভোগত। শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে ভিনেশকে। তাঁর বিরুদ্ধে তিনটি ধারায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে রেসলিং ফেডারেশন। আগামী ১৬ ই আগস্ট পর্যন্ত ভিনেশকে সময় দেওয়া হয়েছে সাসপেনশনের বিরুদ্ধে উত্তর দেওয়ার। ভিনেশের পাশাপাশি শোকজ করা হয়েছে সোনম মালিককেও।

ভারত যে সমস্ত তারকার ওপর পদক জয়ের আশায় তাকিয়ে ছিলো তাঁদের মধ্যে ভিনেশ অন্যতম। তবে কোয়ার্টার ফাইনালেই 'ফল'-এর মাধ্যমে হেরে যেতে হয় তাঁকে। হারের দুঃখ ভুলতে না ভুলতেই ভিনেশের বিরুদ্ধে তিনটি ধারায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

হাঙ্গেরীতে কোচ ওলার অ্যাকোসের কাছে অনুশীলন করে সরাসরি টোকিওতে পৌঁছান ভিনেশ। তবে টোকিওতে পৌঁছে তিনি অন্যান্য ভারতীয় ক্রীড়াবিদদের সাথে গেমস ভিলেজে থাকতে অস্বীকার করেন। এমনকি অন্য ভারতীয়দের সাথে অনুশীলনও করবেন না বলে জানিয়ে দেন। জানা গিয়েছে, করোনা সংক্রমণের ভয়ে সরাসরি ভারত থেকে আসা সোনম, অনশু মালিক ও সীমা বিসলার সঙ্গে থাকতে চাননি তিনি। পাশাপাশি ভারতীয় দলের স্পনসরের জার্সি না পরে তিনি নাইকির সিঙ্গেলেট পরে নিজের বাউট লড়েন।

ডব্লিউএফআই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, "এটি গুরুতর নিয়মভঙ্গ। ভিনেশ ফোগতকে যাবতীয় কুস্তির কার্যকলাপ থেকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে । তিনি কোনও জাতীয় বা ঘরোয়া কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না, যতক্ষণ না তিনি এর উত্তর জমা দেন এবং ডব্লিউএফআই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়।"

ভিনেশকে নির্বাসিত করার পাশাপাশি শোকজ করা হয়েছে সোনম মালিককেও। নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে না পারায় সোনমকে নোটিশ দেওয়া হয়েছে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in