

নীরজ চোপড়ার সোনা জয়ের সাথে সাথেই টোকিও অলিম্পিক্সের পদক তালিকায় প্রথম ৫০-এর মধ্যে প্রবেশ করলো ভারত। ১ টি সোনা, ২ টি রূপো এবং ৪ টি ব্রোঞ্জ জিতে ভারতের স্থান বর্তমানে ৪৭। সেইসঙ্গে সাতটি পদক জিতে অলিম্পিক্সের ইতিহাসে ভারত তাদের সবচেয়ে ভালো সাফল্য পেয়েছে।
টোকিওতে ভারতকে প্রথম পদক এনে দেন মীরাবাঈ চানু। ভারোত্তলনে রূপো জেতেন তিনি। দ্বিতীয় পদকটি আসে পিভি সিন্ধুর হাত ধরে। রিওতে রূপো জয়ী সিন্ধু এনে দেন ব্রোঞ্জ। পুরুষ হকি দলের পাশাপাশি বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন লাভলিনা বরগোহাঁই। কুস্তিতে ভারতকে রূপো এনে দেন রবি দাহিয়া। অবশেষে শনিবার বজরং পুনিয়ার ব্রোঞ্জ জয়ের পরেই দেশকে সোনার স্বাদ এনে দেন নীরজ চোপড়া।
অভিনব ব্রিন্দার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ২৩ বর্ষীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ট্র্যাক এন্ড ফিল্ডে দেশকে প্রথম সোনা উপহার দিয়ে ইতিহাস রচনা করেছেন নীরজ। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমগ্র দেশ।
ভারত অলিম্পিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি পদক জিতেছিলো ২০১২ লন্ডন অলিম্পিক্সে। দুটি রূপো এবং চারটি ব্রোঞ্জ নিয়ে মোট ছয়টি পদক এসেছিলো ভারতে।লন্ডন অলিম্পিক্সে পদক জিতেছিলেন বিজয় কুমার, সুশীল কুমার, সাইনা নেওহাল , গগন নারাং, যোগেশ্বর দত্ত, মেরি কম। লন্ডনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ৮৩ জন।
২০১৬ রিও অলিম্পিকে ভারত মোট ১১৭ জন অ্যাথলিট পাঠায়। তবে রিওতে মাত্র দুটি পদক ঘরে আসে ভারতের। লন্ডন এবং রিওতে সোনা অধরাই থাকে। টোকিও অলিম্পিকে অন্তত দুই সংখ্যার পদক জয়ের আশায় সবচেয়ে বেশি ১২৭ জন অ্যাথলিট পাঠানো হয়। কিন্তু শ্যুটিং ও তিরন্দাজীতে চরম ব্যর্থতার জন্য সেই স্বপ্ন ভঙ্গ হয়। অনেকগুলি পদক জয়ের খুব কাছে এসেও ব্যর্থ হয় ভারতীয় তারকারা। তবে ৭ টি পদক জিতে অলিম্পিক্সের ইতিহাসে ভারত তাদের সবচেয়ে ভালো প্রদর্শনের নজির রেখেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন