Tokyo Olympics: মার্কো অ্যাসেনসিওর গোলে জাপানকে হারিয়ে ফুটবলের ফাইনালে স্পেন

নিজেদের ঘরের মাটিতে ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে সোনা জিতেছিলো স্পেন। এরপর ২০০০ সালে রূপো জেতে তারা। এবার ২০২০ সালের টোকিও অলিম্পিকে আবারও একবার সোনা জয়ের সুযোগ স্প্যানিশ দলের সামনে।
Tokyo Olympics: মার্কো অ্যাসেনসিওর গোলে জাপানকে হারিয়ে ফুটবলের ফাইনালে স্পেন
ছবি সৌজন্য ট্যুইটার
Published on

অতিরিক্ত সময়ে মার্কো অ্যাসেনসিওর একমাত্র গোলে জাপানকে হারিয়ে পুরুষদের ফুটবলের ফাইনালে স্পেন। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। সোনা জয়ের লড়াইয়ে স্পেন মাঠে নামবে ব্রাজিলের বিপক্ষে। অন্যদিকে তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে জাপান মুখোমুখি হবে মেক্সিকোর।

সাইতামা স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ৯০ মিনিট থাকে গোলশূন্য। এরপর যোগ করা হয় অতিরিক্ত ৩০ মিনিট। যেখানে ১১৫ মিনিটের মাথায় মিকেল ওয়ারজাবালের পাস থেকে জয়সূচক গোল করেন ৮৩ মিনিটে পেদ্রির বদলি হিসেবে নামা মার্কো অ্যাসেনসিও উইলিয়ানস।

১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে সোনা জিতেছিলো স্পেন। নিজেদের ঘরের মাটিতে অনুষ্ঠিত ওই অলিম্পিকে সোনা জেতার পর ২০০০ সালে রূপো জেতে তারা। এবার ২০২০ সালের টোকিও অলিম্পিকে আবারও একবার সোনা জয়ের সুযোগ স্প্যানিশ দলের সামনে।

অপর সেমিফাইনালে মেক্সিকোকে ৪-১ ব্যবধানে টাইব্রেকারে হারায় ব্রাজিল। অপর সেমিফাইনালে মেক্সিকোকে ৪-১ ব্যবধানে টাইব্রেকারে হারায় ব্রাজিল। রিও অলিম্পিকে জার্মানিকে হারিয়ে সোনা ঘরে তুলেছিলো সেলেসাওরা। এবার টানা দ্বিতীয়বার পুরুষদের ফুটবলে সোনা জয়ের দোরগোড়ায় রিচার্লিসন, দানি আলাভেসরা। তবে সোনা জয়ের জন্য ঝাঁপাবে স্পেনও।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in