Tokyo Olympics: প্রকাশিত টেনিসের সূচি, শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি সুমিত, সানিয়ারা

এবারের অলিম্পিকে ভারতের হয়ে পুরুষদের সিঙ্গেলসে একমাত্র প্রতিনিধি সুমিত নাগাল। অন্যদিকে ৬ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া মির্জা জুটি বেঁধে নামবেন তরুণ অঙ্কিতা রায়নার বিপক্ষে।
সুমিত নাগাল, সানিয়া মির্জা
সুমিত নাগাল, সানিয়া মির্জা ফাইল চিত্র- সংগৃহীত

প্রকাশিত হলো টোকিও অলিম্পিকে টেনিসের ক্রীড়াসূচি। আগামী কাল থেকেই শুরু হচ্ছে টেনিসের ইভেন্ট। এবারের অলিম্পিকে ভারতের হয়ে পুরুষদের সিঙ্গেলসে একমাত্র প্রতিনিধি সুমিত নাগাল। অন্যদিকে ৬ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া মির্জা জুটি বেঁধে নামবেন তরুণ অঙ্কিতা রায়নার বিপক্ষে। তবে ভারতীয় খেলোয়াড়দের সামনে লড়াইটা খুব সহজ হবেনা। শুরুতেই কঠিন প্রতিপক্ষের মুখে সুমিত, সানিয়ারা।

করোনা মহামারীর কারণে একাধিক টেনিস তারকা অলিম্পিক থেকে সরে দাঁড়ানোয় সুমিত নাগালের সুযোগ হয়েছে টোকিও যাওয়ার। বর্তমানে সুমিত বিশ্বের ১৬০ তম টেনিস খেলোয়াড়। টোকিও অলিম্পিকের প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ র‌্যাংকিং-এ ১২৩ তম টেনিস খেলোয়াড় উজ়বেকিস্তানের ডেনিস ইস্তোমিন। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা দানিয়েল মেদভেদেভের বিপক্ষে খেলার সম্ভাবনা জোরালো। মেদভেদেভ প্রথম রাউন্ডে খেলবেন কাজাখস্তানের আলেকজান্ডার বুকলিকের বিপক্ষে।

অন্যদিকে সানিয়া-অঙ্কিতার সামনে প্রথম রাউন্ডে লড়বেন ইউক্রেনের যমজ কিচেনেক বোনেরা। নাদিয়া কিচেনেক এবং ল্যুদমিলা কিচেনেকের মধ্যে নাদিলার সাথে সানিয়ার পরিচয় খুব ভালো মতোই। কারণ পুত্র ইজহানের জন্মের পর নাদিয়া কিচেনেকের সাথে জুটি বেঁধেই টেনিস কোর্টে প্রত্যাবর্তন করেছিলেন সনিয়া। এবার নাদিয়াই সানিয়ার প্রথম রাউন্ডের প্রতিপক্ষ।

দু বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে প্রথম রাউন্ডে নামবেন কানাডার ফিলিক্স অজার-অ্যালিয়াসিমের বিপক্ষে। ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান টেনিস তারকা প্রথম অলিম্পিক গোল্ড মেডেল জয়ের যাত্রা শুরু করবেন হুগো ডিলিয়নের বিপক্ষে। মহিলাদের উইমবল্ডনের খেতাব জয়ী অস্ট্রেলিয়ান নম্বর ওয়ান অ্যাশলে বার্টির প্রথম রাউন্ডে প্রতিপক্ষ সারা সরিবেশ টরমোর।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in