Tokyo Olympics: মহিলাদের ডবলসে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না জুটি

রবিবার ইউক্রেনের যমজ কিচেনেক বোনেদের বিপক্ষে কোর্টে নেমেছিলেন সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না
সানিয়া মির্জা, অঙ্কিতা রায়না
সানিয়া মির্জা, অঙ্কিতা রায়নাফাইল চিত্র

টোকিও অলিম্পিকে মহিলাদের ডবলসে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না জুটি। প্রথম সেটে এগিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা। দেশবাসীকে হতাশ করে প্রথম রাউন্ড থেকেই ফিরতে হলো সানিয়া-অঙ্কিতাকে। এই জুটি হারলেন ৬-০, ৬-৭(০-৭), ৮-১০ ফলাফলে। কোর্ট ১১ তে ম্যাচ চলে ১ ঘন্টা ৩৩ মিনিট ধরে।

রবিবার ইউক্রেনের যমজ কিচেনেক বোনেদের বিপক্ষে কোর্টে নেমেছিলেন সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না। লাইয়ুডমাইলা কিচেনক ও নাদিয়া কিচেনেকের বিপক্ষে শুরুটা দুরন্ত করেন ভারতীয় জুটি। প্রথম সেট ৬-০ ব্যবধানে নিজের নামে করে নেন সানিয়ারা। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে নাটকীয় ভাবে প্রত্যাবর্তন করেন কিচেনেক বোনেরা। হাতাশা নিয়ে কোর্ট ছাড়তে হয় ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেনসেশন সানিয়া ও তাঁর তরুণী পার্টনার অঙ্কিতা রায়নাকে।

লড়াইটা যে খুব সহজ হবেনা তা আগে থেকেই জানতেন সানিয়ারা। তবে হার্ডকোর্টে শুরুটা দুরন্তই করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ইউক্রেনের কিচেনেক বোনেরা শেষ দুই সেটে দুরন্ত লড়াই করে ম্যাচ নিজেদের নামে করে নেয়। নাদিয়া কিচেনেকের সাথে সানিয়ার পরিচয় খুব ভালো মতোই ছিলো। পুত্র ইজহানের জন্মের পর নাদিয়া কিচেনেকের সাথে জুটি বেঁধেই টেনিস কোর্টে প্রত্যাবর্তন করেছিলেন সনিয়া। সেই নাদিয়ার কাছেই হারতে হলো ভারতের হয়ে চতুর্থ অলিম্পিক খেলতে নামা সানিয়াকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in