Tokyo Olympics: কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে রবি দাহিয়া, ভারতের আরো একটি পদক নিশ্চিত

কঠিন ম্যাচে পিছিয়ে থেকেও কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভকে হারিয়ে সেমিফাইনাল বাউট জিতে নেয় ভারতীয় তারকা। রবি দাহিয়ার হাত ধরে কুস্তিতে সোনা ঘরে তোলার জন্য মুখিয়ে আছে দেশবাসী।
রবি দাহিয়া
রবি দাহিয়াছবি ইন্ডিয়া অলস্পোর্টস ট‍্যুইটার হ‍্যান্ডেলের সৌজন্যে

টোকিও অলিম্পিক্সে কুস্তিতে ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করলেন রবি কুমার দাহিয়া। পুরুষদের ফ্রিস্টাইলের ৫৭ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে রূপো নিশ্চিত করলেন তিনি। কঠিন ম্যাচে পিছিয়ে থেকেও কাজাখস্তানের নুরিস্লাম সানায়েভকে হারিয়ে সেমিফাইনাল বাউট জিতে নেয় ভারতীয় তারকা। রবি দাহিয়ার হাত ধরে কুস্তিতে সোনা ঘরে তোলার জন্য মুখিয়ে আছে দেশবাসী।

রবি দাহিয়া ফাইনালে পৌঁছে ভারতের হয়ে চতুর্থ পদক নিশ্চিত করেছেন। ভারোত্তলনে মীরাবাঈ চানুর রূপো জয়ের পর ব্যাডমিন্টন সিঙ্গেলসে পিভি সিন্ধু এবং বক্সিংয়ে লাভলিনা বরগোহাঁই ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন।

বুধবার কলম্বিয়ার অস্কার টিগরেরসকে ১৩-২ ব‍্যবধানে হারিয়ে কুস্তি অভিযান শুরু করেছিলেন রবি কুমার। প্রি কোয়ার্টার ফাইনালের এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার জর্জি ভ্যাঙ্গেলভকে ঝড়ের গতিতে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন তিনি । কোয়ার্টারে রবির পক্ষে খেলার ফলাফল ছিলো ১৪-৪।

বুধবার আরও একটি পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে উঠেছেন দীপক পুনিয়া। কোয়ার্টার ফাইনালে চীনের লিন জুশেনকে ৬-৩ ব‍্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in