Tokyo Olympics: টোকিও পৌঁছেই প্র্যাকটিসে জিমন্যাস্ট প্রণতি নায়েক

রবিবার সকালে দিল্লী থেকে টোকিওর উদ্দেশ্যে উড়ে গেছেন প্রথম ভারতীয় দল। যে দলের সদস্য হিসেবে টোকিও পৌঁছেছেন বাংলার অ্যাথলিট প্রণতি নায়েক। রবিবার টোকিও পৌঁছে সোমবারই অনুশীলনে নেমে পড়লেন জিমন্যাস্ট প্রণতি।
টোকিওতে অনুশীলনে প্রণতি নায়েক
টোকিওতে অনুশীলনে প্রণতি নায়েকছবি সাই মিডিয়া ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

রবিবার সকালেই নয়াদিল্লী থেকে টোকিওর উদ্দেশ্যে উড়ে গেছেন প্রথম ভারতীয় দল। যে দলের সদস্য হিসেবে টোকিও পৌঁছেছেন বাংলার অ্যাথলিট প্রণতি নায়েক। রবিবার টোকিও পৌঁছে সোমবারই অনুশীলনে নেমে পড়লেন জিমন্যাস্ট প্রণতি।

এদিন ট্যুইটারে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রণতির ছবি পোষ্ট করা হয়। যেখানে প্রণতি এক ব্যালেন্স বীমের সামনে দাঁড়িয়ে আছেন। সঙ্গে আছেন তাঁর কোচ লক্ষণ মনোহর শর্মা।

গত মে মাসে ২৬ বছর বয়সী প্রণতি অলিম্পিকের টিকিট পান। এশিয়ান কোটায় শ্রীলঙ্কার এলিপিটিয়া গেহানির সঙ্গে তিনি সুযোগ পেয়েছেন আর্টিস্টিক জিমনাস্টিক্স ইভেন্টে।

গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত চীনের হাংঝৌতে নবম সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবার কথা ছিলো। যদিও কোভিডের কারণে সেই প্রতিযোগিতা বাতিল হয়ে যায়। এরপরেই মঙ্গোলিয়ার উলানবাতারে ২০১৯-এ অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশীপের ব্রোঞ্জ জয়ীকে সাই কলকাতায় প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হয়।

টোকিও রওনা হবার আগে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে নিবিড় অনুশীলন করেছেন প্রণতি নায়েক। আগামী ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত আরিয়াকে জিমন্যাস্টিকস সেন্টারে এবারের অলিম্পিকের আর্টিস্টিক জিমনাস্টিক ইভেন্ট অনুষ্ঠিত হবে।

- with inputs from IANS

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in