Tokyo Olympics: অলিম্পিকে দেশের ১ম মহিলা সাঁতারু মানা প্যাটেল ব্যর্থ, হতাশ করলেন শ্রীহরি নটরাজও

পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে হতাশ করলেন শ্রী হরি নটরাজ। তৃতীয় হিটে অংশ নেওয়া নটরাজ শেষ করলেন পঞ্চম স্থানে।
Tokyo Olympics: অলিম্পিকে দেশের ১ম মহিলা সাঁতারু মানা প্যাটেল ব্যর্থ, হতাশ করলেন শ্রীহরি নটরাজও
ছবি- টুইটার

দেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে অলিম্পিকের ছাড়পত্র পেয়েছিলেন মানা প্যাটেল। টোকিওর টিকিট পেয়ে ইতিহাস রচনা করলেও অলিম্পিকের মঞ্চে হতাশ করলেন তিনি। টোকিও অলিম্পিকের ১০০ মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনালে ওঠা হল না মানার। হিট থেকেই ছিটকে গেলেন গুজরাটের সাঁতারু। অন্যদিকে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও ব্যর্থতা ভারতের। শেষ মুহূর্তে সজন প্রকাশের সঙ্গী হওয়া শ্রীহরি নটরাজও শেষ চারে পৌঁছাতে পারলেন না।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে তিন প্রতিযোগীর প্রথম হিটে অংশ নেওয়া মানা রেস শেষ করেন দ্বিতীয় স্থানে থেকে। গুজরাটের সাঁতারু সময় নেন ১ মিনিট ০৫.২০ সেকেন্ড। দ্বিতীয় স্থানে শেষ করায় সেমিফাইনালের টিকিট হাতছাড়া হয় মানার। ওই হিটে ১ মিনিট ০২.৭৩ সেকেন্ডে রেস শেষ করে প্রথম হন জিম্বাবোয়ের কাতাই দোনাতা।

পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে হতাশ করলেন শ্রী হরি নটরাজ। তৃতীয় হিটে অংশ নেওয়া নটরাজ শেষ করলেন পঞ্চম স্থানে। শ্রীহরির ৫৪.৩১ সেকেন্ড সময় নেয় এই রেস শেষ করতে। ওই হিট থেকে সেমিফাইনালে পৌঁছালেন জার্মানির এম উলরিচ। উলরিচ ওই দূরত্ব অতিক্রম করতে সময় নেন ৫৩.৭৪ সেকেন্ড। ৫৩.৮৪ সেকেন্ডে রেস শেষ করে তৃতীয় হিটে দ্বিতীয় স্থানে শেষ করেন ব্রাজিলের জি বাসেতো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in